বিষয়বস্তুতে চলুন

আলাপ:ভূপেন্দ্র কুমার দত্ত

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ৪ বছর পূর্বে "ভূপেন্দ্র কুমার দত্ত জন্ম সাল দুই রকম ছাপা হয়েছে" অনুচ্ছেদে

ভূপেন্দ্র কুমার দত্ত জন্ম সাল দুই রকম ছাপা হয়েছে[সম্পাদনা]

শুরুতে লেখা হয়েছে “ভূপেন্দ্র কুমার দত্ত (৮ অক্টোবর ১৮৯৪ - ২৯ ডিসেম্বর ১৯৭৯)[১]।” কিন্তু প্রারম্ভিক জীবন অংশে লেখা হয়েছে “ভূপেন্দ্র কুমার দত্ত ৮ অক্টোবর ১৮৯২ সালে বাংলাদেশের সালে যশোর জেলার ঠাকুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।” ````— Mizan rahman bepary (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Mizan rahman bepary: সংশোধন করা হয়েছে। এরকম ভুল দেখলে আপনি নিজেও সংশোধন করে দিতে পারবেন। বাংলা উইকিপিডিয়ায় যোগদানের জন্য ধন্যবাদ ও স্বাগতম। সেই সাথে আপনার আলাপ পাতায় পাঠানো স্বাগত বার্তাটি পড়ে নিন। — রিয়াজ (আলাপ) ১৮:১১, ৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন