বিষয়বস্তুতে চলুন

আলাপ:মহানগর প্রভাতী/গোধূলী এক্সপ্রেস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: 114.130.180.71 কর্তৃক ১ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ৩০ জুলাই ২০২২" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

@মো সোহানুর রহমান: সুধী, মহানগর প্রভাতী বা গোধুলী এক্সপ্রেস ট্রেন টির অফিসিয়াল নাম কোনটি??? অফিসিয়াল নাম যদি মহানগর প্রভাতী হয়ে থাকে তাহলে নিবন্ধের শিরোনাম অপরিবর্তিত রাখা যাবে, যদি গোধুলী এক্সপ্রেস হয় তাহলে বলুন। আপনি নিবন্ধটিকে মহানগর প্রভাতী শিরোনাম থেকে মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস শিরোনামে স্থানান্তর করেছিলেন, যেটি আমি পূর্বাবস্থায় ফেরত এনেছি কারণ নিবন্ধের শিরোনামে এক সাথে দুইটাই ব্যবহারের প্রয়োজন নেই। উল্লেখ্য, আমি গোধুলী এক্সপ্রেস শিরোনামটিকে বর্তমান শিরোনামের সাথে পুননির্দেশ করে দিয়েছি। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১৩:৪৩, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@RiazACU: ভাই, যতটুকু জেনেছি এই ট্রেনটি আসলে একই সাথে দুটোই। এই ট্রেনটি সকালে ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে মহানগর প্রভাতী নামে এবং বিকালে চট্টগ্রাম থেকে ঢাকা আসার সময় মহানগর গোধূলী নাম ব্যবহার করে চলাচল করে। এখন যদি মহানগর প্রভাতী এক্সপ্রেসমহানগর গোধুলী এক্সপ্রেস নামে দুটি নিবন্ধ তৈরি করা হয় তবে দুটো নিবন্ধের লেখা হুবহু অবিকল হবে। এই কারণে সোহানুর রহমান ভাই দুটি নামে অবিকল দুটি না বানিয়ে, দুটিকে একটিতে এনেছেন। আর অন্য সকল নাম পুনর্নির্দেশ দিয়েছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৪, ৭ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: ভাই, আপনি মনে হয় আমার উপরোক্ত আলোচনাটি ভালো করে খেয়াল করেন নাই তাই আপনার বুঝতে হয়তো সমস্যা হয়েছে। সোহানুর রহমান ভাই মূলত নিবন্ধটিকে মহানগর প্রভাতী শিরোনাম থেকে মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস শিরোনামে স্থানান্তর করেছিলেন। তিনি শিরোনামে দুটি নামকেই ব্যাক স্ল্যাশ দিয়ে ব্যবহার করেছিলেন। বাংলা উইকিপিডিয়ায় সাধারণত এই ধরনের ব্যাক স্ল্যাশ দিয়ে শিরোনাম দেখা যায় না,তাই আমি ওনার স্থানান্তর প্রক্রিয়া পূর্বাস্থায় ফেরত এনেছিলাম, অর্থাৎ মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস শিরোনাম থেকে মহানগর প্রভাতী শিরোনামে স্থানান্তর করেছিলাম। এবং বাকি গোধুলী এক্সপ্রেস নামটাকে আমিই পুনর্নির্দেশ করেছিলাম। আর ওনার থেকে জানতে চেয়েছিলাম যে, মূলত ট্রেনটিকে অফিসিয়ালি কোন নামে ডাকা হয় কিনা এবং সেই নামেই যাতে নিবন্ধের শিরোনাম রাখতে পারি। কিন্তু ওনি মন্তব্য দেন নি এবং আপনার মন্তব্য থেকে বুঝা গেলো যে, ট্রেনটি দুই নামই ব্যবহার করে আসা-যাওয়া করে তাই নতুন করে স্থানান্তরের প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ০৫:১৯, ৮ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান জনাব মহানগর প্রভাতী কিশোর গন্জ জেলাকে কিভাবে যুক্ত করে। এই ট্রেন তো ঢাকা-চট্রগ্রাম-ঢাকা। Findmetan123 (আলাপ) ২২:০৩, ২৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মহানগর প্রভাতী[সম্পাদনা]

কিশোরগন্জ কে কিভাবে যুক্ত করে মহানগর প্রভাতী/ গোধুলী? Findmetan123 (আলাপ) ২১:৪৯, ২৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৩০ জুলাই ২০২২[সম্পাদনা]

114.130.180.71 (আলাপ) ০৯:৩৮, ৩০ জুলাই ২০২২ (ইউটিসি) এখন মহানগর প্রভাতী ও মহানগর গোধূলি ট্রেনের ৩০২৩ সিরিজের লোকোমোটিভ ব্যবহার হচ্ছে। দয়া করে এটি সংশোধন করবেন।উত্তর দিন