আলাপ:মাস সুব্রাহ্মণিয়ান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ৩ বছর পূর্বে "আলোচনা" অনুচ্ছেদে

আলোচনা[সম্পাদনা]

@RiazACU: তিনি বা তাঁর না ব্যবহার করলে, উত্তম পুরুষে কি বসবে? বিশেষত যদি লিখি "শাস্ত্রী তার অবদান রেখেছেন" তাহলে তো গুরুচণ্ডালী দোষ হয়ে গেল। এই নিয়ে একটু আলোচনা হলে ভালো হয়। Nettime Sujata (আলাপ) ০৯:৫৯, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Nettime Sujata: উইকিপিডিয়া একটি নিরপেক্ষ বিশ্বকোষ হওয়ায় এখানে বিভিন্ন সম্মানসূচক শব্দ যেমন: সাঃ, আঃ, শ্রী, তাঁর, তিঁনি, তাঁদের ইত্যাদি গণহারে ব্যবহার না করতে বলা হয়। তবে, বিশেষ প্রয়োজন হলে দুই-এক বার ব্যবহার করতে পারেন। এই নিবন্ধটিতে গণহারে তাঁর ব্যবহার হয়েছিল তাই এগুলো মুছে তার ব্যবহার করেছি। আপত্তি থাকলে অথবা এই বিষয়ে আলোচনা শুরু করতে চাইলে আলোচনাসভায় বার্তা রাখতে পারেন। যদিও, পূর্বে বিভিন্ন আলাপ পাতায় এসব শব্দ ব্যবহার না করার জন্য আলোচনা হয়েছিল। ধন্যবাদ — রিয়াজ (আলাপ) ১০:৩৬, ২৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন