আলাপ:মিশিগান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Milandeep Sarkar কর্তৃক ১ বছর পূর্বে "গৃহীত হয়নি" অনুচ্ছেদে


মিশিগান (রাজ্য) এখানে পুনর্নির্দেশ হবে। মিশিগান (দ্ব্য্র্থতা নিরসন) নামে আরেকটি পাতা দ্রকার। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৩:৩৯, ১০ জুলাই ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

গৃহীত হয়নি[সম্পাদনা]

@Milandeep Sarkar: অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ কয়েকটি নিবন্ধের মানোন্নয়নে চমৎকার কাজ করলেও এই নিবন্ধটির মানোন্নয়ন না করে কেবল প্রথম অনুচ্ছেদটি অনুবাদ করে জমা দিয়েছেন। তাই নিবন্ধটি গৃহীত হয়নি। আশাকরি আপনি এতে হতাশ না হয়ে বাংলা উইকির সমৃদ্ধিকল্পে অন্যান্য নিবন্ধ মানোন্নয়ন ও আরও নতুন নিবন্ধ তৈরিতে ভূমিকা রাখবেন। শুভকামনা রইলো। ≈ MS Sakib  «আলাপ» ১৮:১৮, ৮ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@MS Sakib আমিও এরূপ করবার জন্য দুঃখিত। আমি বিন্দুমাত্র হতাশ হইনি, এই নিবন্ধ গৃহীত না হওয়ায়। যেহেতু এটি আমি শুরু করেছি, সম্পূর্ণ করে দেব ধীরে ধীরে, প্রতিযোগীতার পরেও। বাংলা উইকির সমৃদ্ধ করতে অন্যান্য নিবন্ধ মানোন্নয়ন ও আরও নতুন নিবন্ধ তৈরিতে ভূমিকা রাখব, প্রতিযোগীতার বাইরেও, সারাবছর। আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামী বছরের অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। Milandeep Sarkar (আলাপ) ১০:৩২, ৯ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন