বিষয়বস্তুতে চলুন

আলাপ:রংপুর ক্রিকেট গার্ডেন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "ক্রিকেট গার্ডেন, রংপুর নিবন্ধ থেকে একত্রীকরণ" অনুচ্ছেদে

ক্রিকেট গার্ডেন, রংপুর নিবন্ধ থেকে একত্রীকরণ[সম্পাদনা]

@Abir Hasnat Zawad, কায়সার আহমাদ, এবং আফতাবুজ্জামান: এই নিবন্ধটি ক্রিকেট গার্ডেন, রংপুর নিবন্ধ থেকে একত্রীকরণ করা যেতে পারে। নিবন্ধ দুইটির বিষয়বস্তু প্রায় হুবহু এক। রংপুর ক্রিকেট গার্ডেন ২০১৫ সালে তৈরি, অন্যটি ২০২১ সালের। এমনকি প্রথমটির সাথে উইকিউপাত্ত আইটেমও যুক্ত ছিল। তবুও কেন এটার ডুপ্লিকেট কেন তৈরি করা হলো, তা ঠিক বোধগম্য নয়। নাম পরিবর্তনের প্রয়োজন হলে দুই পক্ষ আলোচনা করতে পারেন। পাতা দুইটি ইতিহাসসহ অদল বদল করা যাবে। — Meghmollar2017আলাপ১২:৩১, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একত্রিত করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৮, ১৪ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন