আলাপ:রেডিও পাকিস্তান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "রেডিও বানান সংশোধন করতে চাই" অনুচ্ছেদে

রেডিও বানান সংশোধন করতে চাই[সম্পাদনা]

বাংলা একাডেমির নতুন নিয়ম অনুযায়ী “রেডিও” বানানটা ভুল।সঠিক বানান হচ্ছে “রেডিয়ো”।তাই এই পাতার রেডিও বানানগুলো সংশোধন করে রেডিয়ো করেছিলাম।কিন্তু একজন ভাই আমার এই সম্পাদনাটি বাতিল করে দিলেন।তিনি বললেন উইকিপিডিয়াতে প্রচলিত শব্দগুলো ব্যবহার করা হয়।


তাহলে কি শুদ্ধ বানানটা বাদ দিয়ে প্রচলিত ভুল বানানগুলোই রেখে দিব?এইরকম যতগুলো প্রচলিত ভুল বানান আছে সেগুলোকে ভুলই রেখে দিব?আপনাদের মতামত কী?


এই ব্যাপারে আমার মতামতটি হচ্ছে “ভুল শব্দ টাই প্রচলিত” এই কথা বলে ভুলটাকে আঁকড়ে ধরে রাখলে ভুল সারাজীবনই ভুল থেকে যাবে।আর সঠিক শব্দটা বেশি বেশি ব্যবহার করলেই তো প্রচলিত হবে।


রেডিও বানান যে গ্রহণযোগ্য নয় এটার লিংক

https://draminbd.com/%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a1%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95/ ফারদিন (আলাপ) ১০:৩১, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ, তবে রেডিও বানানকে ভুল বলতে আমার আপত্তি রয়েছে। বাংলা একাডেমি কর্তৃক নতুন নিয়ম প্রকাশের কারণে, নতুন নিয়ম প্রকাশের আগের দিন শুদ্ধ বলে বিবেচিত বানান পরের দিন ভুল হয়ে যেতে পারে না। লক্ষ লক্ষ মানুষ এই বানান পড়ে-লিখে এসেছে ও এখনো পড়ছে-লিখছে। এই মুহূর্তে রেডিয়ো বানান মোটেও প্রচলিত নয়। ভবিষ্যতে যদি প্রচলিত হয় তবে তখন বানান পরিবর্তন করা যাবে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন