বিষয়বস্তুতে চলুন

আলাপ:শিরীণ আখতার (শিক্ষাবিদ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: RiazACU কর্তৃক ৪ বছর পূর্বে "নিবন্ধ পুনরায় তৈরি প্রসঙ্গে" অনুচ্ছেদে

নিবন্ধ পুনরায় তৈরি প্রসঙ্গে[সম্পাদনা]

@Ibrahim Husain Meraj: ভাই, নিবন্ধটি কেনো পুনরায় তৈরি করলেন সে সম্পর্কে একটু জানতে আগ্রহী। তথ্য তো দেখতেছি আগের গুলোই আছে। নতুন করে তৈরির কারণ কি? শিরোনামের বানান শিরীণ হবে। ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৭:৪৬, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পাতার ইতিহাস দেখলে বুঝতে পারবেন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ০৭:৫৫, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Ibrahim Husain Meraj: জ্বি ভাই, ঘটনা বুঝতে পারছি। নিবন্ধটি বাংলা উইকিপিডিয়াতে নেই মনে করে আমি ঘণ্টাখানেক আগে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে আমার Notepad এ খসড়া তৈরি করেছিলাম তখনই দেখি শিরিন আক্তার শিরোনামে পূর্বেই তৈরি করা আছে। কিন্তু ওটা যে একজন ক্রীড়াবিদের ছিলো তা ইতিহাস পাতা না দেখলে বুঝা যায় নি। তাছাড়া নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়াতেও Shireen Akhter শিরোনামে (যিনি চবি উপাচার্য) সংযুক্ত ছিলো। পরবর্তীতে আমি অইটার ওপরে আমার সংগ্রহ করা ইনফরমেশন ওখানে প্রতিস্থাপনের মাধ্যমে সম্প্রসারণ করে দিয়েছি। ওকে যাই হোক, ধন্যবাদ - রিয়াজ (আলাপ) ০৮:০৮, ৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন