বিষয়বস্তুতে চলুন

আলাপ:সিউড়ী রেলওয়ে স্টেশন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: REVENGER IHM AA S কর্তৃক ৩ বছর পূর্বে "শিরোনাম" অনুচ্ছেদে

শিরোনাম[সম্পাদনা]

@RiazACU:,সিউড়ি বানানটি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখলাম, কোনো স্থানে সিউড়ি আবার কোথাও সিউড়ী দেখলাম,এবিষয়ে আপনার মতামত জানাবেন। REVENGER IHM AA S (আলাপ) ০৮:০০, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@REVENGER IHM AA S সিউড়ী বানানটিই সঠিক বলে মনে হচ্ছে। গুগল অনুসন্ধানে ছবিতে বানানটিই বেশি ব্যবহার হচ্ছে। যেমন, সিউড়ী পৌরসভার নামফলকে সিউড়ী বানানের ব্যবহার লক্ষ্য করেছি। রিয়াজ (আলাপ) ১২:১০, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@RiazACU:,আচ্ছা বুঝলাম, কিন্তু আমি দেখলাম,বাংলা উইকিপিডিয়ায় সিউড়ি নিয়ে মোট ৫টি নিবন্ধ তৈরী হয়েছে,তার মধ্যে ৪টি তে বানান সিউড়ি(ই) লেখা হয়েছে, শুধুমাত্র সিউড়ি রেলওয়ে স্টেশন যে নিবন্ধটি রয়েছে,মানে যে নিবন্ধের আলাপ পাতায় আমরা এমূহুর্তে বার্তা দিচ্ছি,সেই নিবন্ধটিতে শুধু সিউড়ী(ঈ) লেখা হয়েছে,তাহলে কি করা যেতে পারে, আপনিই বিবেচনা করে সিদ্ধান্ত নেন। ধন্যবাদ REVENGER IHM AA S (আলাপ) ১৪:২৬, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@REVENGER IHM AA S আনন্দবাজার পত্রিকার এই সংবাদে দেখলাম বানান দুটি নিয়ে এখনও বিভ্রান্তি রয়েছে। গুগল অনুসন্ধানে পুনরায় দেখলাম দুইটা বানানেরই কম বেশি ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে। যখন প্রশাসন কর্তৃক একটি বানানই নির্ধারিত করা হবে, তখনই স্থানান্তর করলেই বোধয় ভালো হবে। রিয়াজ (আলাপ) ১৪:৫১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@RiazACU:, আচ্ছা,ঠিক আছে। তাই করা হোক। ধন্যবাদ। REVENGER IHM AA S (আলাপ) ১৪:৫৮, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন