আলাপ:সৈয়দ সুলতান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জন্মস্থান[সম্পাদনা]

সৈয়দ সুলতানের জন্মস্থান হবীগঞ্জ জেলায়। আহমদ শরিফের লিখিত ও বাংলা একাডেমীর প্রাকাশিত পুস্তকে দেয়া তথ্য খণ্ডন করে অধ্যাপক আসদ্দর আলীর 'মহাকবি সৈয়দ সুলতান' পুস্তিকা রচনা করেন । সৈয়দ মোস্তফা কামাল তার লিখিত তরফের ইতিহাস, সিলেট বিভাগের ভৌগলিক ঐতিহাসিক রুপ রেখা, সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন; মুড়ারবন্দ দরগাহ শরিফ ইত্যাদি গ্রন্থে সৈয়দ সুলতানের জন্মস্থান হবীগঞ্জ জেলার লস্কর পুর গ্রামে উল্লেক্ষ করেন । তিনি (সৈয়দ মোস্তফা কামাল)নিজেকে ও সৈয়দ মুজতবা আলী, সৈয়দ মোস্তফা আলী, সৈয়দ মুর্তাজা আলীসহ সৈয়দ সুলতানের অধঃনস্থ বংশধর হিসেবে নসবনামায় উল্লেখ করেছেন। এথেকে প্রমাণিত হয় যে 'সৈয়দ সুলতান হবীগঞ্জেরই সন্তান । তার জন্মস্থান লস্করপুর গ্রামে হয়েছে। তাই নিবন্ধে লিখিত জন্মস্থান চট্টগ্রাম পরিবর্তন করে জেলা হবীগঞ্জ ও গ্রাম লস্কর পুর লিখার আহবান রহিল ।

ক্রঃ নং পূর্ণ নাম জন্ম স্থান

 ১         সৈয়দ সুলতান       হবিগঞ্জ। আরও দেখুন (জেলাতথ্য বাতায়ন) [১]

সৈয়দ গোয়াস উদ্দীন সহ সৈয়দ সুলতানের আরও দুই পুত্র ছিলেন। তাদের একজনের নাম সৈয়দ ইউনুস এবং অন্যজনের নাম সৈয়দ জিক্রিয়া। তারা দুইভাই পিতার সাথে দিল্লিতেই বসবাস করতেন। শেষ বয়সে দিল্লি থেকে স্বদেশে প্রত্যাবর্তন করে সৈয়দ সুলতান নীজনামে যে হাবেলী প্রতিষ্ঠা করেছিলেন (সুলতানশী হাবেলী) সেখানেই এই দুই পুত্র বসবাস করতেন। সুলতানশী হাবেলীর বংশবৃক্ষ তারা দুই ভাইয়ের নামের মাধ্যমেই সম্প্রসারিত হয়েছে। সুতরাং উক্ত দুই সন্তানের নামও সৈয়দ সুলতানের সন্তান তালিকায় উল্যেখ থাকলে তথ্যটা নিখুত হবে। — Genealogy of Ancient Taraf (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।