বিষয়বস্তুতে চলুন

আলাপ:হোরাস গ্রিলি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: DelwarHossain কর্তৃক ৪ বছর পূর্বে

@Wiki Ruhan: আপনার বার্তানুযায়ী এ পাতায় আমার কিছু ভুল পেয়েছি এবং সেগুলো সংশোধন করেছি। আশা করি আগের তুলনায় নিবন্ধটি যথেষ্ট উন্নত হয়েছে। যেহেতু এটি একটি বড় আকৃতির নিবন্ধ, সে হিসেবে এতে ছোট-খালো কিছু ভুল থেকে যাওয়া স্বাভাবিক। আশা করি পুনরায় পর্যালোচনা করে নিবন্ধটির বিষয়ে পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করবেন। পর্যালোচনা করতে গিয়ে কোনো ভুল পেলে সংশোধন করে নেয়ারও অনুরোধ থাকবে। সর্বোপরী আমার কাজকে পর্যালোচনা করার জন্যে আপনার প্রতি কৃতজ্ঞতা। --দেলোয়ার () • ২১:৪৬, ২১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন