আলাপ:১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Fahim fanatic কর্তৃক ৬ বছর পূর্বে "সাহায্য, চিত্র যোগ, টেমপ্লেট" অনুচ্ছেদে

সাহায্য, চিত্র যোগ, টেমপ্লেট[সম্পাদনা]

{{সাহায্য করুন}} একদম শীর্ষে অলিম্পিকের চিত্র সংযোগ হচ্ছে না। এবং একইসাথে ১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক#অংশগ্রহনকারী অংশে অনেক দেশের নাম ইংরেজিতেই থাকছে, কিছু চিত্রে টেমপ্লেট হিসাবে, দেখাচ্ছে, যা সংশোধন করতে পারলে ভালো হয়। ফাহিম (আলাপ) ০৬:৪৩, ৩০ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

@Fahim fanatic: লোগো আপলোড করে দিয়েছি। আর দেশ সম্পর্কিত যে টেমপ্লেট নেই দেখাচ্ছে সেগুলি পরে ঠিক করা হবে। --আফতাব (আলাপ) ১৪:৫৫, ৩০ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আফতাবুজ্জামান ভাই। ফাহিম (আলাপ) ১৫:০৬, ৩০ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ফাহিম, দয়া করে পঞ্জিকা অনুচ্ছেদটি বাংলা করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১১, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
@NahidSultan: ভাই, আমি যখন পঞ্জিকা অংশটি করেছিলাম, তখন সম্পুর্ণভাবেই অনুবাদ করেছিলাম, পরবর্তীতে :@Aftabuzzaman: ভাই ইংরেজি নিবন্ধের ন্যায় সে অংশটিকে আলাদাভাবে টেমপ্লেটে নিয়ে যাওয়ায়, এখন তা ইংরেজিতেই প্রদর্শিত হচ্ছে। এমতাবস্থায় আমি কিভাবে সম্পাদনা করব, তা বলে দিলে ভালো হয়। ফাহিম (আলাপ) ১৯:০৯, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন
ওহ, আচ্ছা। এই সংস্করণ থেকে নামগুলো কপি করে ইংরেজির জায়গায় বসিয়ে দিন তাহলে নতুন করে করতে হবে না। আর ইংরেজি সংখ্যাগুলো বাংলা করে দিন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১৯, ৩১ মার্চ ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি নিবন্ধটি আমি যখন শুরু করেছিলাম, তখন যেভাবে ছিল, পঞ্জিকা অংশটিকে আমি সেভাবেই বাংলা অনুবাদ করেছিলাম, পরবর্তীতে টেম্পলেটে তা স্থানান্তরিত করলে, আগের সংস্করণের ন্যায়, তা আগের জায়গায় নিয়ে এসেছি, :@NahidSultan: ফাহিম (আলাপ) ১৮:১২, ১ এপ্রিল ২০১৮ (ইউটিসি)উত্তর দিন