বিষয়বস্তুতে চলুন

আলাপ:২০২১ ভাল্লেত্তা কাপ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "Valletta-এর উচ্চারণ" অনুচ্ছেদে

Valletta-এর উচ্চারণ[সম্পাদনা]

১৯৯৪-এ এক মাস মল্টাতে ছিলাম। সেপ্টেম্বর মাস পুরোটা সম্ভবত। সেই সুবাদে জানি দেশটির নাম “মল্টা” এবং রাজধানী-এলাকার নাম “ভ্যালেটা”। “ভাল্লেত্তা” একেবারেই ঠিক নয়। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:৫৪, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"মল্টা" ও "ভ্যালেটা" ইংরেজি উচ্চারণ বলে জানি। মাল্টীয় ভাষায়ও কি উচ্চারণ একই হয়? মাল্টীয় ভাষা সম্পর্কে আমার ধারণা কম, কিন্তু যতদূর জানি "মাল্‌তা" ও "ভাল্লেত্তা"ই মাল্টীয় ভাষা অনুসারে সঠিক উচ্চারণ। ইংরেজি উইকিপিডিয়াও তাই বলে। তাছাড়া "মাল্টা" বানানটিই বাংলায় প্রচলিত বানান, এবং "ভাল্লেত্তা" বানানটি বাংলা উইকিপিডিয়ায় ব্যবহার করা হয়েছে। মাল্টীয় ভাষা সম্পর্কে আপনার ধারণা থাকলে ও আমার কথায় কোনও ভুল থাকলে অবশ্যই ভুল ধরিয়ে দেবেন। Mashfi23 (আলাপ) ১৬:০৫, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ভ্যালেটা” তো সম্পূর্ণ ইংরেজি ভাষীর উচ্চারণ। মূল মাল্টীয় উচ্চারণ শুনুন, আমি ল্ল ও ত্ত (টি নয়, ত) শুনতে পাচ্ছি। ইংরেজি বাদে, ইউরোপের ভাষাগুলি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সেই ভাষায় সব বর্ণ উচ্চারিত হয় (বর্ণ পরপর দুইবার থাকলে দুইবার উচ্চারণ)। এছাড়া দেশটি ইতালির খুব কাছাকাছি। বাস্তব অভিজ্ঞতা থেকে জানি ইতালীয় ভাষাতেও সব বর্ণ উচ্চারিত হয়। আমার হিসেবে ভাল্লেত্তা উচ্চারণ সঠিক। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৮, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন