ইনসানুল আইয়ুন ফি সিরাতিল আমিনুল মামুন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইনসানুল আইয়ুন ফি সিরাতিল আমিনুল মামুন
গ্রন্থের প্রচ্ছদ
লেখকআলী বিন বুরহান আল-দিন আল-হালাবি
কাজের শিরোনামإنسان العيون في سيرة الأمين المأمون
দেশসৌদি আরব
ভাষাআরবি
পটভূমিনবীজির জীবনী, প্রামাণ্য গ্রন্থ

ইনসানুল আইয়ুন ফি সিরাতিল আমিনুল মামুন (বাংলা: আল-আমিন আল-মামুনের জীবনীতে চোখের মানুষ) আলী বিন বুরহান আল-দিন আল-হালাবির আলেপ্পো জীবনীতে রচিত নবীর জীবনী নিয়ে একটি দীর্ঘ রচনা, যা লেখকের নিজের প্রচেষ্টায় সংকলিত করা হয়েছে। বইটি ১১ হিজরিতে রচনা হয়েছে। বইটি সর্বোত্তম বান্দাদের জীবনীতে হিদায়াত ও পথপ্রদর্শনের পথ এবং তাঁর গুণাবলীর উল্লেখ করে রচনা করা হয়েছে। এছাড়াও বইটিতে ভবিষ্যদ্বাণীর নিদর্শন দেখানো হয়েছে। বইটি লেখকের লেভানটাইন জীবনী হিসাবে পরিচিত। বইটি কিছু সংযোজন সহ তিন শতাধিক বই থেকে সংগৃহীত করা হয়েছে।[১]

বর্ণনা[সম্পাদনা]

বইটি মূলত আরবি ভাষায় রচনা করা হয়েছিলো, এরপরে বহু ভাষায় বইটি অনূদিত হয়েছে। বইটি এটি উর্দুতে ৬ খণ্ডে প্রকাশিত হয়েছে। এছাড়াও আরবি, ফার্সি, তুর্কি, ফরাসিসহ পৃথিবীর প্রধান সকল ভাষায় বইটি অনুবাদ করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. اكتفاء القنوع بما هو مطبوع، المؤلف: إدوارد كرنيليوس فانديك، الناشر: مطبعة التأليف (الهلال)، مصر