বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Mouryan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বেশ কয়েক বছর ধরে উইকিপিডিয়া সম্পাদনা করছি। অনেক সময় এমন হয়, যে কিছু সম্পাদনা করলাম তবে একজন নিরীক্ষকের যথাসময়ে হস্তক্ষেপের অবর্তমানে বদলটি প্রকাশিত হলোই না কিম্বা দেরী করে হলো। বাংলা উইকির খুঁটিনাটি সম্বন্ধে মোটামুটি ওয়াকিবহাল, অকাজও কিছু করিনা, তাই এই ইউজার অধিকারটির অনুরোধ করছি। ধন্যবাদ। Mouryan (আলাপ) ১৫:১৬, ৩ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৮:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

St.teresa[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

নিরীক্ষক অধিকার নেই বলে নিরীক্ষণ-আবশ্যক এমন নিবন্ধগুলো সম্পাদনায় উৎসাহ পাই না। যেমন, কয়েক মাস ধরে লক্ষ করছি যে বাংলা ভাষা আন্দোলন নিবন্ধটিতে তথ্যগত ছাড়াও শৈলীগত অনেক ভুল রয়েছে। যেমন, ১৯৪৭ থেকে ১৯৫৫ পর্যন্ত বর্তমান বাংলাদেশের নাম ছিল পূর্ব বাংলা; ১৯৫৫ সালের ১৪ই অক্টোবর এর পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। অথচ পূর্ব বাংলার নাম উল্লেখ না করে শুধু পূর্ব পাকিস্তানের নাম উল্লিখিত হয়েছে। নিরীক্ষক অধিকার আবশ্যক তাই সংশোধনে উৎসাহ পাইনি। এরকম নিরীক্ষণ-আবশ্যক এমন অনেক নিবন্ধে অনেক সময় এমন হয়, যে কিছু সম্পাদনা করলাম তবে একজন নিরীক্ষকের যথাসময়ে হস্তক্ষেপ ব্যতিরেকে সম্পাদনাটি প্রকাশিত হলোই না কিংবা দেরী করে হলো। উইকিপিডিয়ার খুঁটিনাটি সব জানি, ধ্বংসপ্রবণ নই এবং একের অধিক নির্ভরযোগ্য তথ্যসূত্র যাচাই না করে কোন সম্পাদনাই করি না। অন্যান্য অধিকার নিয়ে আমার কোন মাথাব্যথা নেই। নিরীক্ষক অধিকার পেলে বাংলা উইকিপিডিয়াকে আরো সমৃদ্ধ করতে পারবো। ধন্যবাদ। - St.teresa (আলাপ) ০৬:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Nafiur14[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

অনেক নিবন্ধ বিশেষ করে যৌনতামূলক নিবন্ধ আবার দেশ ও রাজনৈতিক ব্যক্তির নিবন্ধগুলি পর্যালোচনা অনেক দেরিতে করা হয়। আমি অধিকারটি পেলে পর্যালোচনা করতে পারব। এছাড়াও আমি একজন রোলব্যাকার। তাই ব্যপারটি হয়ত সহজ হবে। একজন মহাপুরুষ (আলাপ) ১৪:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান: ভাই অনেক দিন হয়ে গেল। হ্যা না কিছু একটা তো বলুন! একজন মহাপুরুষ (আলাপ) ১৭:৫৬, ৫ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২১, ৫ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Rafi Bin Tofa[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায় নানা নিবন্ধের সুরক্ষায় কাজ করার আগ্রহ বোধ করি। এই অধিকার পেলে তা আরো সুগোম হবে। আশা করি আমি আরো ভালোভাবে ধ্বংসপ্রবণতা, আক্রমণ ইত্যাদি বিষয়ে নজর রাখতে পারব। Rafi Bin Tofa (আলাপ) ০৬:৫৭, ৯ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪২, ১১ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Bang Bang50[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

সাম্প্রতিক সময়ে বিশেষ:সাম্প্রতিক পরিবর্তন-এ টহল দেওয়ার সময় খেয়াল করলাম অনেক নিবন্ধে সম্পাদনার পর্যালোচনা করতে মীমাংসা করতে। উইকিপিডিয়ায় কাজটি দ্রুতবেগে করার জন্য আমি ইচ্ছুক। এছাড়াও, আমার ২৬০০+ সম্পাদনার রেকর্ড রয়েছে এবং আমি উইকিপিডিয়া:ধ্বংসপ্রবণতা পড়ার মাধ্যমে এই ব্যাপারে মোটামুটি অভিজ্ঞত। Bang Bang50 (আলাপ) ১১:৪৯, ১০ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪২, ১১ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

খাঁ শুভেন্দু[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

গত ৩ বছরের বেশি সময় ধরে বাংলা উইকিতে অবদান রেখে চলেছি। বিভিন্ন সময়ে অন্যের তৈরি নতুন নিবন্ধ পর্যালোচনা ও সংশোধনের কাজ করেছি। তবে কিছু নিবন্ধ রয়েছে যেগুলি শুধুমাত্র নিরীক্ষকরাই পর্যালোচনা করতে পারে এবং এমন নিবন্ধগুলিতে পর্যালোচনার কাজও কম হচ্ছে। এই জন্য আমি নিরীক্ষকের অধিকার পেতে আগ্রহি। আমি এ পর্যন্ত বাংলা উইকিতে ২৪ হাজারের বেশি সম্পাদনা করেছি। খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:৩৬, ১২ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে ফেরদৌস০৭:১৩, ১২ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

S. M. Nazmus Shakib[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিতভাবে বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করে থাকি। আমি ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতি সম্পর্কে ওয়াকিবহাল। এছাড়াও, আমি মৌলিক বিষয়বস্তু ও নীতিমালা সম্পর্কে পরিচিত এবং আমি পর্যালোচনার নির্দেশাবলী সম্পর্কে জানি। তাছাড়া, পূর্বে স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধা আমার একাউন্টের সাথে যুক্ত হয়েছে। এমতাবস্থায়, আমি নিরীক্ষক অধিকার লাভের উপযুক্ত বলে ব্যক্তিগতভাবে মনে করি। Smnsbd1971 (আলাপ) ১০:১৭, ২১ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:১৪, ৩০ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

DelwarHossain[সম্পাদনা]

সম্মানিত প্রশাসকবৃন্দ, আমি দেলোয়ার হোসাইন বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে যাচ্ছি। উল্লেখযোগ্যতা মানদণ্ড বিবেচনায় আমিন নতুন নিবন্ধ তৈরি ও অনুবাদ প্রকল্পে কাজ করছি। এসব করতে গিয়ে বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতিমাল সম্পর্কে অবগত হয়েছি। পাশাপাশি উইকিপিডিয়ার মৌলিক বিষয়বস্তু ও নীতিমালা সম্পর্কে পরিচিত ও নিবন্ধ/সম্পাদনা পর্যালোচনার নির্দেশাবলী সম্পর্কে জানি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধা যুক্ত আছে। এ অবস্থায় আমার সম্পাদনা গতি পূর্বের তুলনায় বৃদ্ধির লক্ষ্যে নিরীক্ষক সুবিধার আবেদন করছি। --দেলোয়ার০০:৩৮, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৩, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

মোহাম্মাদ ইসমাইল[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে থাকি। বাংলা উইকিপিডিয়ায় আমার রোলব্যাকার ও ফাইল মুভার অধিকার রয়েছে। অমিমাংসীত সম্পাদনাগুলো নিরিক্ষার জন্য আমার এই অধিকারটি দরকার। আমি নিরিক্ষার নীতিমালা সম্পর্কে অবগত আছি। ~ইসমাইল (আলাপ) ১৬:২১, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৯, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Wiki Ruhan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার সমৃদ্ধতা দেখে মুগ্ধ। তবে সমৃদ্ধতার দিক থেকে আমাদের বাংলা উইকিপিডিয়া একটু পিছিয়ে আছে। ইংরেজি উইকিপিডিয়াকে আদর্শ মেনে আমাদের বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে চাই দক্ষ ও অনুরাগী নিরীক্ষক। আমি আমার দেশপ্রেম থেকে বলছি আমি আমার জ্ঞানের সর্বোচ্চ সীমা পর্যন্ত চেষ্টা চালাব পেজগুলোকে নির্ভুল ও তথ্যবহুল করতে। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধা যুক্ত আছে এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে আমি নতুন পাতাগুলো পেট্রোল করছি গত কয়েকমাস ধরে। এছাড়াও উইকিপিডিয়ার পাতাগুলি পরিষ্কারকরণ, তথ্যসূত্র যাচাইকরণ করছি। আমি নিরীক্ষক অধিকার সম্পর্কে পড়েছি এবং উল্লেখযোগ্যতা মানদণ্ড বিবেচনায় আমি নতুন নিবন্ধ তৈরি ও অনুবাদ করছি। এসব করতে গিয়ে বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। তাই আমাকে যদি যোগ্য মনে করেন তবে নিরীক্ষক পদটি দিয়ে কৃতার্থ করবেন। -ধন্যবাদ —রুহান (আলাপ) ১৯:৩৮, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৮, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Imtiaz ahmed rifat[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

নিয়মিত অবদান রাখার চেষ্টা করি।আমি উইকিপিডিয়ার মৌলিক নীতিমালা সাথে পরিচিত।ইতোমধ্যে স্বয়ংক্রিয় পরীক্ষণ এবং রোলব্যাক অধিকার দুইটি আছে।নিরীক্ষক অধিকারটির প্রয়োজনবোধ করছি ইমতিয়াজ (আলাপ) ১৩:৪১, ৩০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে ফেরদৌস১০:২১, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

M.NABIL[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে থাকি। নিরীক্ষক অধিকার সম্পর্কে আমি পড়েছি এবং উল্লেখযোগ্যতা মানদণ্ড বিবেচনায় আমি নতুন নিবন্ধ তৈরি ও অনুবাদ করে যাচ্ছি। বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতিমালা সম্পর্কে অবগত আছি। অমিমাংসীত সম্পাদনাগুলো নিরিক্ষার জন্য আমার এই অধিকারটি দরকার। •— মোহাম্মদ নাবিল২৩:১৩, ৩১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছেফেরদৌস১০:১৫, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ইফতেখার নাইম[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়াতে অমীমাংসিত পরিবর্তন লক্ষ্য করা যায়। আসলে সেগুলো পরীক্ষা করতে এই অধিকার চাইছি আর কী। আশাকরি এই অধিকার পাবার জন্য সমস্ত শর্ত পূরণ করেছি। আশাকরি wp:ধ্বংসপ্রবণতা, wp:উইকিপিডিয়া কি নয়, wp:জীবিত ব্যক্তির জীবনী ও প্রয়োজনীয় সব বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা আছে। উইকিপিডিয়া কি নয় সে সম্পর্কে কিছুদিন ধরে অনেক অনুশীলন বা পড়েছি। ব্যবহারকারী:NahidSultan ভাইয়া WP:NOTDIRECTORY এটা সম্পর্কে আমাকে অবগত করার পর থেকেই এটা সম্পর্কে জানার চেষ্টা করেছি। আশাকরি অধিকারটি আমি যদি পাই তাহলে আমি কিছুটা হলেও আমি এগুলোর যথাযথ প্রয়োগ করব।  ডোরেমন  (ডোরালাপ)🐱 ০৭:৫২, ১৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ইফতেখার নাইম: একটিই প্রশ্ন: আপনি কি জানেন কোথায় গেলে এই মুহূর্তে জমা থাকা অমীমাংসিত পরিবর্তনগুলি খুঁজে পাবেন? --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৩, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আমি একটি বিশেষ পৃষ্ঠাতে এটি খুঁজে পাব৷ পৃষ্ঠাটি হলো বিশেষ:অমীমাংসিত_পরিবর্তন৷ ইফতেখার নাইম (আলাপ) ০২:০৮, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০২:১০, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]