উইকিপিডিয়া:উইকি শিশুদের ভালোবাসে ২০২১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

উইকি শিশুদের ভালোবাসে ২০২১
#wlc #wikiloveschildren
ফে স বু ক-এ আমাদের অনুসরণ করুন
১ অক্টোবর ২০২১ – ১৫ অক্টোবর ২০২১

উইকিবইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটির দ্বিতীয় সংস্করণ সম্পর্কে বিস্তারিত দেখুন উইকিবইয়ে
ইউনিসেফের মতে, প্রতিবছর বিশ্বের প্রায় অর্ধেকেরও বেশি শিশু গুরুতর সহিংসতার সম্মুখীন হয়। অনুমান করা হয় যে এই শিশুদের মধ্যে ৬৪ শতাংশই দক্ষিণ এশিয়ায়। একই নিবন্ধে, তারা আরও স্পষ্ট করেছে যে কেবল ভুক্তভোগীর জন্য নয় বরং যিনি সহিংসতার সাক্ষী হন তার জন্যও, সহিংসতা মোকাবেলার সর্বোত্তম উপায় হল এ সম্পর্কে প্রচারণা গড়ে তোলা; অর্থাৎ মানুষকে সচেতন করা এবিষয়ে যাতে তারা বুঝতে পারে কোনটি সহিংসতা আর কোনটি নয়। কিন্তু লক্ষ্যণীয় যে একটি বিশ্বকোষের অংশ হিসেবে উইকিপিডিয়া সম্প্রদায়ে অদ্যাবধি শিশু নির্যাতন এবং নিগ্রহ প্রেক্ষাপটটি পরিচিত করার জন্য উল্লেখযোগ্য কোন উদ্যোগ নেওয়া হয়নি। তাই প্রথমবারের মতো আমরা উইকি শিশুদের ভালোবাসে-র আয়োজন করছি বাংলা উইকিপিডিয়া ও উইকিবইয়ে।