উইকিপিডিয়া:গোপনকারী অধিকারের আবেদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই নীতিমালাটি বাংলা উইকিপিডিয়ায় গোপনকারী অধিকারের আবেদনে ব্যবহার করা নীতিমালা এবং সকল গোপনকারী অধিকার আবেদনের প্রার্থীদের পড়া উচিত। এই অধিকারটি সংবেদনশীল; প্রশাসকদের মধ্যে যারা নিয়মিত সক্রিয়ভাবে কাজ করেন তাদের আবেদনটি সম্প্রদায় কর্তৃক সফল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

আবেদনের পূর্বে অবশ্যই মনে রাখুন
  • মেটার বৈশ্বিক গোপনকারী নীতিমালা অনুসারে, এই অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি অথবা যে দেশে বসবাস করছেন সেখানকার আইন অনুসারে বৈধ বয়সের হতে হবে এবং উইকিমিডিয়া ফাউন্ডেশনে তাদের পরিচয়পত্র প্রদানে আগ্রহী হতে হবে ও ব্যক্তিগত তথ্য পরিদর্শনের জন্য গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করতে হবে।
  • গোপনকারী অধিকারপ্রাপ্ত যেকোন ব্যবহারকারী যদি তার অধিকারটি এক বছর ব্যবহার না করেন তাহলে তার অধিকারটি অপসারণ করা হবে।
  • পারস্পরিক জবাবদিহিতার জন্য বাংলা উইকিপিডিয়ায় অবশ্যই সবসময় কমপক্ষে ২ জন গোপনকারী অধিকারপ্রাপ্ত ব্যবহারকারী থাকবেন। ২ জন থাকলে যদি কোন কারণে একজনের অধিকার অপসারিত হয় সেক্ষেত্রে হয় সম্প্রদায় সাথে সাথে নির্বাচন দিয়ে অন্য একজনকে নির্বাচিত করে কোটা পূরণ করবে অন্যথায় অপরজনের অধিকারটিও অপসারিত হবে। এরকম পরিস্থিতির সৃষ্টি হলে স্টুয়ার্ডগণ গোপনকারীের দায়িত্ব নিবেন।
  • আবেদনকারীকে অবশ্যই বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক হতে হবে।
নির্বাচন
  • বাংলা উইকিপিডিয়ায় আবেদন সফলের ক্ষেত্রে প্রার্থীকে তার আবেদনে অবশ্যই ২৫টি সমর্থন ভোট পেতে হবে; সমর্থন ও না ভোট মিলিয়ে মোট ৮০% সমর্থন ভোট পেতে হবে এবং আবেদনটি কোনক্রমেই ১৫ দিনের পূর্বে বন্ধ করা যাবে না।[১] একজন ব্যুরোক্র্যাট নির্দিষ্ট সময় পর আবেদনটি বন্ধ করবেন। আবেদন সফল হলে সে অনুসারে অধিকারটি দিতে মেটাতে আবেদন করা যাবে।
  • এই অধিকারের আবেদন চলাকালীন সেটি অবশ্যই পুরো সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষনের জন্য আলোচনাসভা, মেইলিং লিস্ট ও নজরতালিকায় নোটিশ প্রদান করে জানাতে হবে।
  • যদিও যেকোন নিবন্ধিত ব্যবহারকারীই ভোট প্রদান করতে পারবেন কিন্তু যাদের বাংলা উইকিপিডিয়ায় উল্লেখযোগ্য অবদান নেই তাদের ভোট সম্পূর্ণভাবে গণনা করা নাও হতে পারে। ভোটারগণ শুধুমাত্র  সমর্থন বা  বিরোধিতা -এর মাধ্যমে ভোট প্রদান করতে পারেন তবে যারা মতামত প্রকাশে ব্যবহারকারী সম্পর্কে উল্লেখযোগ্য মতামত প্রকাশ করবে তাদেরটা গুরুত্ব বেশি দেওয়া হবে।

বর্তমান আবেদন[সম্পাদনা]

নতুন আবেদন এই পরিচ্ছেদে যোগ করুন। নিচের বক্সে ‘গোপনকারী অধিকারের আবেদন/’ অংশের পর আপনার ব্যবহারকারী নাম লিখুন ও ‘গোপনকারী অধিকারের আবেদন’ বোতামে ক্লিক করুন। এর পর নতুন তৈরি হওয়া পাতায় আপনার আবেদন যোগ করতে নিচের ফর্মটি ব্যবহার করুন ও নির্দেশনা অনুযায়ী তা পূরণ করুন। সবশেষে পাতাটির লিংক {{উইকিপিডিয়া:গোপনকারী অধিকারের আবেদন/আপনার ব্যবহারকারী নাম}} ফরম্যাটে এই পাতার সবশেষে যোগ করুন।



Yahya[সম্পাদনা]

Yahya (আলাপ · অবদান · গণনা · লগ · পাতা স্থানান্তর · বাধাদানের লগ · সম্পাদনা সারাংশ)

এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১১/০/০); শেষ হবে: ‍‍২৭ মে ২০২৪ ১৮:৩০ (ইউটিসি)

মনোনয়ন[সম্পাদনা]

সম্প্রতি গোপনকারী অধিকারের নীতিমালা সম্পর্কিত একটি আলোচনা সমাপ্ত হয়েছে। আমি বাংলা উইকিপিডিয়ার প্রথম গোপনকারীদের একজন হতে আগ্রহী।

আমি দীর্ঘদিন ধরে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও ইন্টারফেস প্রশাসক হিসেবে অবদান রাখছি। এছাড়া আমি একজন স্টুয়ার্ড, উইকিউপাত্ত ও উইকিভ্রমণের প্রশাসক। আমি ইতোমধ্যে এই সরঞ্জামে অভিজ্ঞ। স্টুয়ার্ড হিসেবে বৈশ্বিকভাবে যেসব উইকিতে স্থানীয় গোপনকারী নেই অথবা, গোপনকারী আছে কিন্তু সেই উইকির নীতিমালা স্টুয়ার্ডদেরও ওভারসাইট করার অনুমোদন দেয়, সেসব উইকিতে প্রায় প্রতিদিনই এই অধিকার ব্যবহার করি। আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনের গোপনীয়তার নীতিমালা সম্পর্কেও অভিজ্ঞ। সম্প্রদায়ের সুচিন্তিত মতামত আশা করছি। :) Yahya (আলাপ) ১৮:৩০, ১২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি প্রশ্ন[সম্পাদনা]

সমর্থন[সম্পাদনা]

  1.  সমর্থন বাংলা উইকিপিডিয়ার অভিজ্ঞ সম্পাদক ও স্টুয়ার্ড হিসাবে এইকাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩৪, ১২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  2.  সমর্থন -- জনি (আলাপ) ১৮:৩৫, ১২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  3.  সমর্থনAhmed Reza Khan (আলাপ) ০৪:১১, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  4.  সমর্থন - ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:১৪, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  5.  সমর্থনAKanik 💬 ১০:৩৭, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  6.  সমর্থন - 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৭:২১, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  7.  সমর্থন - Asked42 (আলাপ) ১৯:৪৭, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  8.  সমর্থন। –TANBIRUZZAMAN (💬) ০৮:১৮, ১৪ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  9.  সমর্থন। ≈ MS Sakib  «আলাপ» ১৭:৫৯, ১৪ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  10.  সমর্থন ~ তন্ময় (আলাপ) ১৫:৩৩, ১৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  11.  সমর্থন R1F4Tআলাপ ১৬:৩৪, ১৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  12.  সমর্থন তানভীর (আলাপঅবদান) ০৮:৩৫, ১৭ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  13.  সমর্থন --মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:৪৮, ২০ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিরোধিতা[সম্পাদনা]

নিরপেক্ষ[সম্পাদনা]

মন্তব্য[সম্পাদনা]

MdsShakil[সম্পাদনা]

MdsShakil (আলাপ · অবদান · গণনা · লগ · পাতা স্থানান্তর · বাধাদানের লগ · সম্পাদনা সারাংশ)

এই প্রার্থীর সম্পর্কে আপনার মতামত জানান (১১/০/০); শেষ হবে: ‍‍২৭ মে ২০২৪ ১৮:৩১ (ইউটিসি)

মনোনয়ন[সম্পাদনা]

সুপ্রিয় সবাই, আমি শাকিল, বাংলা উইকিপিডিয়ার একজন অবদানকারী ও প্রশাসক। আপনারা জানেন সম্প্রতি সম্প্রদায় গোপনকারী নীতিমালা অনুমোদন করেছে, এইকাজে সম্প্রদায়কে সহয়তা করার জন্য আমি গোপনকারী হওয়ার আবেদন করছি। বাংলা উইকিপিডিয়ার নীতিমালা পাতাটি আমার তৈরি করা, পাশাপাশি আমি ন্যায়পাল কমিশনের সদস্য, যারা এইধরণের বিষযগুলো নিয়ে কাজ করে থাকে, আমি নিশ্চিত করছি যে আমি স্থানীয় ও বৈশ্বিক গোপনকারী নীতিমালার সাথে পরিচিত। প্রশাসক হিসাবে আমি প্রায়ই সংস্করণ অপসারণ ব্যবহার করে বিভিন্ন তথ্য অপসারণ করে থাকি ও প্রযোজ্য ক্ষেত্রে স্টুয়ার্ডদের নিকট সংবেদনশীল তথ্যগুলো গোপন করার অনুরোধ করি, আমার এই অভিজ্ঞতা এখানে কাজে লাগবে বলে আশা করছি। উলেখ্য, আমি ইতিমধ্যে গোপনীয়তা চুক্তি স্বাক্ষর করেছি।

আশা করি বাংলা উইকিপিডিয়ার অভিজ্ঞ ও নিয়মিত সম্পাদকগণ আমার এই আবেদনে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করবেন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩১, ১২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকারীর প্রতি প্রশ্ন[সম্পাদনা]

সমর্থন[সম্পাদনা]

  1.  সমর্থন Yahya (আলাপ) ১৮:৩৩, ১২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  2.  সমর্থন -- জনি (আলাপ) ১৮:৩৫, ১২ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  3.  সমর্থনAhmed Reza Khan (আলাপ) ০৪:১২, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  4.  সমর্থন ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৮:১৫, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  5.  সমর্থনAKanik 💬 ১০:৩৮, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  6.  সমর্থন - 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ১৭:২৪, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  7.  সমর্থন - Asked42 (আলাপ) ১৯:৪৬, ১৩ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  8. নিঃসন্দেহে  সমর্থনTANBIRUZZAMAN (💬) ০৮:২৯, ১৪ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  9.  সমর্থন। ≈ MS Sakib  «আলাপ» ২২:৪৬, ১৫ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  10.  সমর্থন ~ তন্ময় (আলাপ) ১৫:৩৪, ১৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  11.  সমর্থন তানভীর (আলাপঅবদান) ১৫:৩৭, ১৬ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  12.  সমর্থন --মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:৪৯, ২০ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

বিরোধিতা[সম্পাদনা]

নিরপেক্ষ[সম্পাদনা]

মন্তব্য[সম্পাদনা]

  1. ভোটের কোটা পূর্ণ না হলে সময়সীমা বৃদ্ধি করা যেতে পারে