বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/BanglaBot

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

BanglaBot[সম্পাদনা]

অবদানসম্পাদনা সংখ্যাবৈশ্বিক সম্পাদনা সংখ্যালগবাধা দানবাধাদানের লগঅধিকার লগফ্ল্যাগ অনুমোদন

@ZI Jony: আপনার প্রস্তাবিত সম্পাদনা হারে অটো উইকি ব্রাউজার টাইপো বাদে ৫০ থেকে ৭৫টির মতো সম্পাদনা করার অনুরোধ। তবে টানা না করে বিরতি দিয়ে করলে সাম্প্রতিক পরিবর্তন পাতা ফ্লাড কম হবে। ধন্যবাদ। — তানভির১১:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Wikitanvir: ৫২ টি সম্পাদনা করা হয়েছে। সর্বশেষ দুটি সম্পাদনা পরিষ্করণের উদাহরণস্বরূপ করা হয়েছে। ধন্যবাদ! বাংলা বট (আলাপ) ১৮:৩৭, ২৬ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: সম্পাদনাগুলো পরীক্ষা করে দেখতে হবে। ততোক্ষণ ধৈর্য ধরার অনুরোধ। আর আপনি মূল অ্যাকাউন্টের বদলে বট অ্যাকাউন্ট ব্যবহার করে উত্তর দিয়েছেন। সকল প্রকার যোগাযোগমূলক কার্যক্রম অবশ্যই মূল অ্যাকাউন্ট থেকে করার ও বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। এটি বট অপারেটর অ্যাকাউন্ট নির্বাচনে কতোটা সতর্ক সেটির একটি প্রাথমিক সূচক। — তানভির১১:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদনকৃত ও আলোচ্য কাজের জন্য বট অধিকার অনুমোদন  করা হয়েছে। — তানভির২২:০১, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা[সম্পাদনা]

  • @ZI Jony: প্রাথমিক পর্যবেক্ষণে আমি কোনো ভুল খুঁজে পাইনি। তাছাড়া আপনি স্ট্যান্ডার্ড স্ক্রিপ্ট ব্যবহার করায় সেটির সম্ভাবনাও কম। তবে আমি ব্যবহারকারী ও ব্যবহারকারী আলাপ পাতা (বিশেষ করে ব্যবহারকারী আলাপ পাতাগুলোতে) নামস্থান দুটোতে এই বট না চালানোর অনুরোধ করবো, কেননা এই ধরনের ত্রুটি এই দুটো নামস্থানে কোনো প্রভাব ফেলে না ও অপ্রয়োজনীয়। আর আলাপ পাতায় সম্পাদনা হলে ব্যবহারকারী বার্তা পাবেন যা আসলে কোনো বার্তা ছিলো না। আপনার মতামত প্রত্যাশা করছি। — তানভির১৩:৫১, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
    @Wikitanvir: আপনার পর্যবেক্ষণ ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ব্যবহারকারী ও ব্যবহারকারী আলাপ পাতা সম্পকে আপনার সাথে একমত, আগামিতে বট সম্পাদনা করার ক্ষেত্রে এটি পরিহার করবো। তবে ব্যবহারকারী পাতা বা তার উপপাতায় প্রয়জন হলে ব্যবহারকারী সাথে যোগাযোগ করে আমার নিয়মিত অ্যাকাউন্ট থেকে সংসধোন করে নেবো। ধন্যবাদ! জনি (আলাপ) ১৪:৩১, ২৯ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

অনুমোদনের অনুরোধ ২[সম্পাদনা]

@Wikitanvir: ভাই, এই আলোচনা অনুসারে বটকে প্রধান নামস্থান-এর আলাপ পাতা (নিবন্ধ পুনঃনির্দেশ ছাড়া) তৈরির জন্য অনুমোদনের অনুরোধ করছি। ধন্যবাদ! জনি (আলাপ) ০৫:৩৬, ২৬ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ফেব্রুয়ারি ২০২২[সম্পাদনা]

@ZI Jony, আফতাবুজ্জামান, Wikitanvir, এবং NahidSultan: ভাইয়া, বট ঠিক কী কী ত্রুটি সংশোধন করবে, কোন কোন টেমপ্লেট যোগ করছে/করবে, তার কী কোনো তালিকা রয়েছে? অর্থাৎ, বট ৪৪, ৬৪ ইত্যাদি আইডি হিসেবে কোন কোন কাজ করছে, তার নথি থাকলে সুবিধা হতো। যেমন: বটটি আইডি ৩৭ নামে নিবন্ধে গণহারে {{পূর্বনির্ধারিতবাছাই}} দিয়ে নিবন্ধের নামই যোগ করছে, (যেমন: এখানে) যার টেকনিক্যালি কোনো সুবিধা নাই। এরকম আইডিগুলো কী কী কাজে ব্যবহৃত হচ্ছে, তা জানা থাকলে বটের কাজ নিয়ে সকলের স্পষ্ট ধারণা থাকতো। — আদিভাইআলাপ১০:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017: এখানে একটি তালিকা আছে যার পরিপ্রেক্ষিতে আইডি দেয়া হয়েছে। এখানে দেখলে বুঝতে পারবেন, যদিও টেকনিক্যালি কোনো সুবিধা পাওয়া যাবে না কিন্তু ত্রুটির তালিকায় থাকার কারণে এভাবে যুক্ত করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে বাংলা উইকিপিডিয়ায় {{পূর্বনির্ধারিতবাছাই}} এর ব্যবহার নেই! জনি (আলাপ) ১১:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: ভাইয়া, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। এর আগে সকল ইংরেজি নিবন্ধে এটি ব্যবহৃত হতে দেখিনি। যেমন: en:Himalayan mole কিংবা en:Subsurface flow। তাই, এখানে আমার জিজ্ঞাস্য হলো, সকল নিবন্ধেই কি পূর্বনির্ধারিতবাছাই যোগ করতে হবে। আর ব্যক্তি নামের ক্ষেত্রে পদবি আগে দিয়ে ডিফল্টসর্ট করা হয়, বট দিয়ে কি এই কাজটি করা সম্ভব হবে কি না, যদি একটু জানাতেন। — আদিভাইআলাপ১৩:১৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: যোগ না করলে সমস্যা নেই, শুধু ত্রুটি তালিকা অনেক বেশি নিবন্ধ জমা কাজ হিসেবে দেখাবে। ব্যক্তি নামের ক্ষেত্রে পদবি আগে দিয়ে করা যাবে সম্ভব, তবে ব্যাকএন্ডে অনেক বেশি পরিমাণে কাজ করতে হবে। জনি (আলাপ) ১৩:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]