এভ্রিতানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এভ্রিতানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৯০; ৩৪ বছর আগে (1990)
সদর দপ্তরকার্পেনিসি, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৯০
সভাপতিগ্রিস গেওর্গিওস পাপানৎসিমাস
ওয়েবসাইটhttps://eps-evrytanias.blogspot.com

এভ্রিতানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Νομού Ευρυτανίας, ইংরেজি: Evrytania Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে ইপিএসএনই নামে পরিচিত) হচ্ছে গ্রিসের কার্পেনিসির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের কার্পেনিসিতে অবস্থিত।

এই সংস্থাটি আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ এবং আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[১] বর্তমানে এভ্রিতানিয়া ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গেওর্গিওস পাপানৎসিমাস

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]