এভ্রোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এভ্রোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন
এইচএফএফ
প্রতিষ্ঠিত১৯৬৯; ৫৫ বছর আগে (1969)
সদর দপ্তরআলেক্সান্দ্রুপলি, গ্রিস
ফিফা অধিভুক্তিনেই
এইচএফএফ অধিভুক্তি১৯৬৯
সভাপতিগ্রিস পান্তেলিস চাতজিমারিনাকিস
ওয়েবসাইটeps-evrou.gr

এভ্রোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশন (গ্রিক: Ένωση Ποδοσφαιρικών Σωματείων Έβρου, ইংরেজি: Evros Football Clubs Association; এছাড়াও সংক্ষেপে ইএফসিএ নামে পরিচিত) হচ্ছে গ্রিসের আলেক্সান্দ্রুপলির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, এর পাশাপাশি প্রতিষ্ঠার বছরেই সংস্থাটি এইচএফএফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর গ্রিসের আলেক্সান্দ্রুপলিতে অবস্থিত।

এই সংস্থাটি আঞ্চলিক লীগ এবং আঞ্চলিক কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে এভ্রোস ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন পান্তেলিস চাতজিমারিনাকিস

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Greece - List of Regional Champions"আরএসএসএসএফ। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]