এলাহাবাদ সন্ধি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলাহাবাদ সন্ধি
The Treaty of Allahabad, August 16, 1765
এলাহাবাদ সন্ধি, আগষ্ট ১৬,১৭৬৫
প্রেক্ষাপটবক্সারের যুদ্ধ
স্বাক্ষর১৬ আগস্ট ১৭৬৫ (1765-08-16)
স্থানএলাহাবাদ
স্বাক্ষরকারী

শুধা-উদ-দৌলা


অংশগ্রহণকারী
  • ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ভাষাসমূহইংরেজি, পার্সিয়ান

এলাহাবাদের সন্ধি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের ছেলে সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভের মধ্যে ১৭৬৫ সালের ১৬ আগস্টে স্বাক্ষরিত হয়।[১] সন্ধিটি মুঘল সাম্রাজ্যের একজন বাঙালি মুসলিম লেখক এবং কূটনীতিক মির্জা শেখ ইতেশামুদ্দীন দ্বারা হাতে লেখা হয়েছিল।[২]

সন্ধিটি রাজনৈতিক ও সাংবিধানিক সম্পৃক্ততা এবং ভারতে ব্রিটিশ শাসনের সূচনাকে চিহ্নিত করে।[৩] সন্ধির শর্তাবলীর উপর ভিত্তি করে, আলম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি অধিকার বা সম্রাটের পক্ষ থেকে বাংলা-বিহার-উড়িষ্যার পূর্ব প্রদেশ থেকে কর আদায়ের অধিকার প্রদান করেন। এই অধিকারগুলি কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার জনগণের কাছ থেকে সরাসরি রাজস্ব সংগ্রহ করার অনুমতি দেয়। বিনিময়ে, কোম্পানি দ্বিতীয় শাহ আলমকে কাডা এবং এলাহাবাদ জেলাগুলিকে সুরক্ষিত করার সময় বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা (২৬০,০০০ পাউন্ড স্টার্লিং এর সমান) প্রদান করে। সম্রাটকে প্রদত্ত শ্রদ্ধার অর্থ ছিল এলাহাবাদে সম্রাটের আদালতের রক্ষণাবেক্ষণের জন্য। সন্ধিতে আরও নির্দেশ দেওয়া হয়েছিল যে শাহ আলমকে বারাণসী প্রদেশে পুনরুদ্ধার করা হবে যতক্ষণ না তিনি কোম্পানিকে একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব প্রদান করতে থাকবেন। আওধকে সুজাউদ্দৌলার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এলাহাবাদ এবং কোরা তাঁর কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। আওধের নবাব সুজাউদ্দৌলাকেও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হয়েছিল।

তদুপরি, দুজন একটি জোটে স্বাক্ষর করেছিলেন যার মাধ্যমে কোম্পানিটি নবাবকে বাইরের আক্রমণের বিরুদ্ধে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল যদি তিনি তার সাহায্যের জন্য প্রেরিত সৈন্যদের পরিষেবার জন্য অর্থ প্রদান করেন। এই জোট নবাবকে কোম্পানির উপর নির্ভরশীল করে তোলে। এটি ভারতীয় ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Grover, B. L.; Mehta, Alka (২০১৪)। A New Look at Modern Indian History (30th সংস্করণ)। S Chand Publishing। পৃষ্ঠা 364। আইএসবিএন 9788121905329 
  2. Christian-Muslim Relations. A Bibliographical History. Volume 12 Asia, Africa and the Americas (1700-1800)। ২০১৮। পৃষ্ঠা 544–548। 
  3. Bhattacherje, S. B. (২০০৯)। Encyclopaedia of Indian Events & Dates। Sterling Publishers Pvt. Ltd। পৃষ্ঠা A–96। আইএসবিএন 978-81-207-4074-7