কাপ্তান বাজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কাপ্তান বাজার পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী বাজার। এটি ঢাকায় কবুতর পাখি কেনাবেচার সবচেয়ে বড় বাজার বলে পরিচিত।[১] ঢাকার যাত্রাবাড়ি ফ্লাইওভারর গুলিস্তান ২ নম্বর গেইট এলাকায় এই বাজারের অবস্থান।

কাপ্তান শব্দটি ইংরেজি শব্দ ‘ক্যাপ্টেইন’ থেকে পরিবর্তিত হয়ে কাপ্তান হয়েছে। শুরুতে এটি ক্যাপ্তেইন ফোর্ডের নামানুসারে ‘গর্ড বাজার নামে নির্মিত হয়। বাজারটি বেশ সুখ্যাতি লাভ করে। পরে মানুষের মুখে মুখে কাপ্তান বাজার নামকরণ হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "জৌলুস ফিরে পাচ্ছে কাপ্তান বাজার"banglanews24.com। ৯ অক্টোবর ২০২১। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২২