কুমিল্লা কমিউটার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুমিল্লা কমিউটার
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনকমিউটার ট্রেন
প্রথম পরিষেবা২০ আগস্ট ২০১৩
শেষ পরিষেবা২০১৮
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুকুমিল্লা রেলওয়ে স্টেশন
শেষকমলাপুর রেলওয়ে স্টেশন
যাত্রার গড় সময়৬ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং৮৯/৯০
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)
টঙ্গী–ভৈরব
–আখাউড়া রেলপথ
Up arrow
নারায়ণগঞ্জ-বাহাদুরাবাদ
ঘাট লাইন
টঙ্গী জংশন
পুবাইল
নলছাটা
আড়িখোলা
শীতলক্ষা নদী
ঘোড়াশাল ফ্ল্যাগ
ঘোড়াশাল
জিনারদী
এন২
Left arrow
নরসিংদী-মদনগঞ্জ
রেলপথ
নরসিংদী
আড়িয়াল খাঁ নদী
আমিরগঞ্জ
খানাবাড়ী
হাটুভাঙ্গা
মেথিকান্দা
শ্রীনিধি
দৌলতকান্দি
আদি ব্রহ্মপুত্র নদী
পুরাতন ব্রহ্মপুত্র নদী
Right arrow
ময়মনসিংহ-গৌরীপুর
-­ভৈরব রেলপথ
ভৈরব বাজার জংশন
মেঘনা নদী
আশুগঞ্জ
তালশহর
এন১০২
ব্রাহ্মণবাড়িয়া
এন১০৩
তিতাস নদী
পাঘাচং
ভাতশালা
তিতাস নদী
Right arrow
আজমপুর-কুলাউড়া
-ছাতক বাইপাস সংযোগ রেলপথ
Right arrow
আখাউড়া-কুলাউড়া
-ছাতক রেলপথ
আখাউড়া জংশন
Down arrow
আখাউড়া-লাকসাম
-চট্টগ্রাম রেলপথ

কুমিল্লা কমিউটার (ট্রেন নাম্বার-৮৯/৯০) বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি যাত্রীবাহী ট্রেন। যা কুমিল্লা থেকে ঢাকা যাত্রাপথে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার, নরসিংদী জেলা, গাজীপুর জেলাকে সংযুক্ত করে।[১] এই ট্রেনটি ২০১৯ সাল থেকে বন্ধ রয়েছে।[২]

ইতিহাস[সম্পাদনা]

কুমিল্লা ও আখাউড়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ অত্যাধুনিক ট্রেনটি চালু করেছে। ট্রেনটি কুমিল্লা-ঢাকা রেলপথের ১৬টি স্টেশনে যাত্রাবিরতি করবে। সকাল সাড়ে ১১টায় আখাউড়া রেলস্টেশনে ট্রেনটির উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী মুজিবুল হক।[৩]

যাত্রাপথ[সম্পাদনা]

কুমিল্লা কমিউটার কুমিল্লা> আখাউড়া> ভৈরব বাজার> নরসিংদী> গাজীপুর> ঢাকা মিটারগেজ রেলপথে চলাচল করত।

সময়সূচি[সম্পাদনা]

  • কুমিল্লা কমিউটার কুমিল্লা ছাড়ে সকাল ৬টায়, ঢাকা পৌঁছায় সকাল ১১টা ৪৫ মিনিটে।
  • ঢাকা থেকে ছাড়ে দুপুর ১টায়, কুমিল্লা পৌঁছায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মঙ্গলবার চালু হচ্ছে কুমিল্লা কমিউটার"banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩ 
  2. "সাত বছরেই 'মৃত্যু' ৬৮৬ কোটি টাকার স্বপ্নের ডেমু ট্রেনের"www.thefinancetoday.net। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩ 
  3. "\\\কুমিল্লা কমিউটার\\\ চালু হচ্ছে আজ"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-০৩