বিষয়বস্তুতে চলুন

কুর্দি উইকিপিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপিডিয়ার ফেভিকন কুর্দি উইকিপিডিয়া
কুরমানজি উইকিপিডিয়া(বামে) ও সোরানি উইকিপিডিয়ার লোগো (ডানে)
সাইটের প্রকার
ইন্টারনেট বিশ্বকোষ প্রকল্প
উপলব্ধকুর্দি (কুরমানজি · সোরানি)
মালিকউইকিমিডিয়া ফাউন্ডেশন
প্রস্তুতকারককুর্দি উইকিপিডিয়া সম্প্রদায়
ওয়েবসাইটku.wikipedia.org (কুরমানজি)
ckb.wikipedia.org (সোরানি)
বাণিজ্যিকনা
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ৭ জানুয়ারি ২০০৪; ২০ বছর আগে (2004-01-07)
বিষয়বস্তুর লাইসেন্স
ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/
শেয়ার-অ্যালাইক
৩.০

কুর্দি উইকিপিডিয়া (কুরমানজি কুর্দি: Wîkîpediya kurdî, সোরানি কুর্দি: ویکیپیدیای کوردی) বলতে দুটি উইকিপিডিয়া সংস্করণকে বোঝায় যা কুর্দি ভাষার দুটি ভিন্ন রূপ কুরমানজি ও সোরানিতে রচিত।

মূলত ২০০৪ সালের জানুয়ারিতে কুর্দি উইকিপিডিয়া চালু হয়। ২০২৪ সালের জুন অনুযায়ী, কুরমানজি উইকিপিডিয়ায় ৭৫,৬৩৫টি নিবন্ধ এবং সোরানি উইকিপিডিয়ায় ৫৫,৬৩৩টি নিবন্ধ রয়েছে। [১] এছাড়াও জাজাকি ও দক্ষিণ কুর্দিদের জন্য আরো দুটি উইকিপিডিয়া সংস্করণ রয়েছে, যার মধ্যে শেষটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

২০০৪ সালের ৭ জানুয়ারিতে প্রতিষ্ঠিত কুর্দি উইকিপিডিয়াকে একই সাথে কুরমানজি এবং সোরানিতে নিবন্ধ লিখার উপযোগী করে নকশা করা হয়।[২] তবে কুর্দি উইকিপিডিয়া প্রযুক্তিগত এবং ভাষাগত সমস্যার কারণে ২০০৯ সালের ১২ আগস্টে দুটি সংস্করণে বিভক্ত হয়ে পড়ে। পুরাতন সংস্করণটি (ku.) কুরমানজি কুর্দি উইকিপিডিয়া হিসেবে থেকে যায়। অন্যদিকে সোরানি কুর্দি উইকিপিডিয়ার জন্য একটি নতুন সংস্করণ (ckb.) তৈরি করা হয়।

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Wikipedias" (Web)। Wikimedia Foundation Inc.। ২০২০। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ 
  2. "Wîkîpediya:Dîroka Wîkîpediyaya kurdî"। জুলাই ১৮, ২০২০ – Wikipedia-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]

কুর্দি (কুরমানজি)
কুর্দি (সোরানি)
উইকিমিডিয়া