কূটাভাস (সাহিত্য)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাহিত্যে কূটাভাস বা প্যারাডক্স (ইংরেজি: Paradox, ফার্সি: متناقض‌نما) হলো আকর্ষণীয় উপস্থাপন অথবা অপ্রত্যাশিত অন্তদৃষ্টির স্বার্থে ধারণাসমূহের বিপরীতমুখী রসায়ন। সাহিত্য রচনার একটি পদ্ধতি হিসেবে ও আপাতদৃষ্টিতে পরস্পরবিরোধী বিবৃতিসমূহ পরীক্ষা ও তাদের উপস্থিতির প্রকাশে এটি ব্যবহৃত হয়। [১]

সাহিত্য অথবা বাগ্মিতাসংক্রান্ত কূটাভাসসমূহের প্রচুর দেখা মিলে অস্কার ওয়াইল্ড ও জি.কে. চেস্টারটনের লেখায়। অধিকাংশ সাহিত্যেই পরিস্থিতি কূটাভাস দেখা যায়; রেবেলায়স, বোর্হেস, চেস্টারটনদের বলা হয়ে থাকে এ পরিস্থিতি ও বাগ্মিতাসংক্রান্ত কুটাভাসের ওস্তাদ। ওয়াইল্ডের “I can resist anything except temptation” এবং চেস্টারটনের “Spies do not look like spies” বাগ্মিতাসংক্রান্ত কূটাভাসের উদাহরণ। আরও পেছনে গেলে, “though this be madness, yet there is method in't" পোলৌনিয়াসের এ উপলব্ধিও অন্য একটা উদাহরণ। অযৌক্তিক ও রূপকশোভিত বিবৃতিও কূটাভাস হতে পারে, উদাহরণস্বরূপ: "The pike flew to the tree to sing." আক্ষরিক অর্থে এটি অযৌক্তিক হলেও এ রূপকের ব্যাখ্যা হতে পারে অনেককিছু।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রেসা, নিকোলাস। প্যারাডক্সেস: দেয়ার রুটস, রেঞ্জ এন্ড রেজ্যুলিউশন। উন্মুক্ত আদালত: শিকাগো, ২০০১।