গোপীনাথপুর বিএম টেকনিক্যাল কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোপীনাথপুর বিএম টেকনিক্যাল কলেজ
নীতিবাক্যজ্ঞানই শক্তি
স্থাপিত২০০৬ সাল
অবস্থান
ক্রীড়াফুটবল, ক্রিকেট

গোপীনাথপুর বিএম টেকনিক্যাল কলেজ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত । এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধীনে পরিচালিত হয়। আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। কলেজ রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত ফলে কলেজটি উপজেলার অন্যতম কলেজ হিসাবে স্বীকৃতি পেয়েছে ।[১]


ইতিহাস[সম্পাদনা]

গোপীনাথপুর ইউনিয়নে একমাত্র টেকনিক্যাল কলেজ। গোপীনাথপুর বিএম টেকনিক্যাল কলেজ ২০০৬ সালে প্রতিষ্ঠা লাভ করে । এই কলেজের ইএন নাম্বার 134371 [২]

অর্জন[সম্পাদনা]

বিগত বৎসর গুলোতে প্রতিষ্ঠানটি স্থাপনের পর শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফলের জন্য বেশ সুনাম অর্জন করেছে। রেকর্ড সংখ্যক পাশের হার এবং সর্বাধিক এ+ পাওয়ার গেীরব অর্জন এ প্রতিষ্ঠানটি করেছে। বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করায় অত্র এলাকায় কলেজটির ব্যাপক পরিচিতি রয়েছে।

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

  • কম্পিউটার
  • ফুড এন্ড বেভারেজ
  • ইলেকট্রিক্যাল

সহশিক্ষা কর্মসূচী[সম্পাদনা]

  • স্কাউটিং
  • খেলাধুলা (অ্যাথলেটিক্স, ক্রিকেট ও ফুটবল)
  • বিতর্ক
  • সাংস্কৃতিক অনুষ্ঠান
  • শিক্ষা সফর ইত্যাদি

অবকাঠামো[সম্পাদনা]

একটি পাকা ও একটি টিনশেট ১ তলা ভবন রয়েছে । প্রায় ৩২০ জন শিক্ষাথী রয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gopinathpur Technical And Business Management College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০ 
  2. honoursadmission.com। "Honours Admission - Destination After HSC & Equivalent"Honours Admission (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১০