চাঁদনী চক্ মেট্রো স্টেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(চাঁদনি চক মেট্রো স্টেশন থেকে পুনর্নির্দেশিত)
চাঁদনি চক
কলকাতা মেট্রো স্টেশন
প্ল্যাটফর্মআইল্যান্ড প্ল্যাটফর্ম
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনভূগর্ভস্থ
ইতিহাস
চালু১৯ ফেব্রুয়ারি, ১৯৯৫
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন কলকাতা মেট্রোর লোগো কলকাতা মেট্রো পরবর্তী স্টেশন
সেন্ট্রাল
অভিমুখে দক্ষিণেশ্বর
নীল লাইন এসপ্ল্যানেড
অভিমুখে কবি সুভাষ
অবস্থান
মানচিত্র

চাঁদনি চক হল কলকাতা মেট্রোর একটি স্টেশন।[১] [২] ১৯৯৫ সালের ১৯ ফেব্রুয়ারি এই স্টেশনটি চালু হয়েছিল। স্টেশনটি কলকাতার চাঁদনি চক বাজারের কাছে অবস্থিত। দ্য স্টেটসম্যান পত্রিকার কেন্দ্রীয় কার্যালয় ভিক্টোরিয়া হাউস, আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান কার্যালয়, যোগাযোগ ভবন ও এয়ার ইন্ডিয়ার কলকাতা কার্যালয় এই স্টেশনটির কাছে অবস্থিত। চাঁদনি চক স্টেশনটি কলকাতার একটি ব্যস্ত বাজার অঞ্চলে অবস্থিত। এই স্টেশনের কাছে কলকাতার কয়েকটি শপিং মলও গড়ে উঠেছে।

পাদটীকা[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩ 
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৯ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৩