চার্লস ডাউটি (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

চার্লস জন অ্যাডিসন ডাউটি, কিউসি (২১ সেপ্টেম্বর ১৯০২ - ১০ জুলাই ১৯৭৩) ছিলেন একজন ব্রিটিশ ব্যারিস্টার এবং যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ।

স্যার চার্লস ডাউটি, কিউসি এবং লেডি অ্যালিসন (née অ্যাডিসন) ডাউটির ছেলে, চার ভাইবোনের মধ্যে একজন। অক্সফোর্ডের ইটন এবং ম্যাগডালেন কলেজে শিক্ষিত, ডাউটিকে ১৯২৬ সালে ইনার টেম্পল বারে ডাকা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তিনি কোল্ডস্ট্রিম গার্ডদের সাথে সেবা দেখেছিলেন।

তিনি ১৯৫১ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পূর্ব সারের সংসদ সদস্য ছিলেন। তিনিই ১৯৫৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলকে গ্রাহাম সাদারল্যান্ডের তার বিখ্যাত কিন্তু অপছন্দের প্রতিকৃতির উপস্থাপনা দিয়ে যেতে রাজি করেছিলেন যাতে আর্থিকভাবে অবদান রাখা পার্লামেন্টের সদস্যদের আপত্তি না করা হয়।[১]

১৯৫৫ সালে, তিনি ব্রাইটনের রেকর্ডার হিসাবে তার পিতার উত্তরসূরি হন, ১৯৭১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন, পরে সম্মানসূচক রেকর্ডার হন।

ডাউটি ২৯ জুলাই ১৯৩১ সেন্ট মার্গারেট, ওয়েস্টমিনস্টারে সহকর্মী কনজারভেটিভ পার্টির সদস্য অ্যাডিলেড বেলিউ শ্যাকেলকে (১৯০৮-১৯৮৬) বিয়ে করেন।[২] তাদের এক ছেলে ও এক মেয়ে ছিল।[৩] তিনি ১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তিনি রাষ্ট্রপতি মনোনীত হন। তিনি ১৯৭১ সালে একজন ডেম নিযুক্ত হন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Black, Jonathan (২৩ মার্চ ২০১৭)। Winston Churchill in British Art, 1900 to the Present Day: The Titan With। Bloomsbury Publishing। পৃষ্ঠা 154–170। আইএসবিএন 9781472592415। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৮ 
  2. "Table Talk of the Week"। ১৭ সেপ্টেম্বর ১৯৩১: 4। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৭ – National Library of Australia-এর মাধ্যমে। 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; ODNB নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ[সম্পাদনা]