ছয়দুয়ার মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছয়দুয়ার মহাবিদ্যালয়
ছয়দুয়ার মহাবিদ্যালয়ের লোগো
স্থাপিত১৯৬৭
অবস্থান
আসাম
ওয়েবসাইটwww.chaiduarcollege.org

ছয়দুয়ার মহাবিদ্যালয় আসামের শোণিতপুর জেলার গহপুর মহকুমার একটি পুরনো অগ্রণী শিক্ষাপ্রতিষ্ঠান৷ গহপুর নগরের নিচেয় কাষতে মহাবিদ্যালয়টি অবস্থিত৷

ইতিহাস[সম্পাদনা]

মহাবিদ্যালয়টি প্রথমে কেবল কলা শাখা নিয়ে ১৯৬৭ সালে প্রতিষ্ঠা করা হয়৷ পরবর্তীতে ১৯৮৭ সালে এখানে বিজ্ঞান বিভাগ চালু করা হয়৷

শিক্ষা[সম্পাদনা]

মহাবিদ্যালয়টিতে নিম্নের বিভাগসমূহে শিক্ষা প্রদান করা হয়:

  • স্নাতক কলা (সম্মান)
  • স্নাতক কলা (সাধারণ)
  • স্নাতক বিজ্ঞান (সম্মান)
  • স্নাতক বিজ্ঞান (সাধারণ)
  • উচ্চতর মাধ্যমিক (কলা)
  • উচ্চতর মাধ্যমিক (বিজ্ঞান)

অন্যান্য পাঠ্যক্রমসমূহের মধ্যে রয়েছে:

  • গাড়ী মেরামতি
  • খাদ্য এবং পুষ্টি
  • বৈদ্যুতিক সামগ্রী মেরামতি
  • শস্য উৎপাদন
  • ছয় মাস ব্যাপী কম্পিউটার শিক্ষা
  • এক বছর ব্যাপী কম্পিউটার ডিপ্লোমা
  • ইংরেজি শিক্ষা পাঠ্যক্রম

বিভাগ[সম্পাদনা]

কলা:

  • ইংরেজি বিভাগ
  • শিক্ষা বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বিজ্ঞান:

  • জীব বিজ্ঞান বিভাগ
  • রসায়ন বিজ্ঞান বিভাগ
  • পদার্থ বিজ্ঞান বিভাগ
  • উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
  • গণিত বিভাগ

অধ্যক্ষ[সম্পাদনা]

ডঃ অঞ্জন কুমার ওজা (বর্তমান)

বহিঃসংযোগ[সম্পাদনা]