বিষয়বস্তুতে চলুন

জীবনর বাটত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জীবনর বাটত
লেখকবীণা বরুয়া (বিরিঞ্চি কুমার বরুয়া)
দেশভারতভারত
ভাষাঅসমীয়া
ধরনসামাজিক উপন্যাস
প্রকাশনার তারিখ
১৯৪৪
মিডিয়া ধরনমুদ্রণ

জীবনর বাটত উপন্যাসটির লেখক হচ্ছেন বীণা বরুয়া ৷[১] বীণা বরুয়ার প্রকৃত নামটি হচ্ছে বিরিঞ্চি কুমার বরুয়া৷ জীবনর বাটত উপন্যাসটিকে অসমীয়া সাহিত্যর প্রথমটি সর্বাংগ সুন্দর উপন্যাস হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ৷ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪৪ সালে৷

কাহিনীর সারাংশ[সম্পাদনা]

চরিত্রসমূহ[সম্পাদনা]

তগর, কমলাকান্ত, ধরনী, সুপ্রভা, মহীকান্ত, আহিনী, ভোগদত্ত মৌজাদার, রায়বাহাদুর মাণিক হাজারিকা, বাপুরাম বরা, দারোগা মাধব মহন্ত, গোলাপ ডাক্টর, সুনদ, নাদুকী ইত্যাদি । এর প্রধান তিনটি চরিত্র - তগর, কমলাকান্ত এবং ধরনী । উপন্যাসটির কাহিনী গঠিত হয়েছে তগরের জীবনের কাহিনীকে নিয়ে এবং তগরকে কেন্দ্র করে কাহিনীর প্রয়োজনে অন্য অন্য চরিত্রসমূহ সৃষ্টি করা হচ্ছে ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Book Database"। এনাজরী.কম। ৭ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯