বিষয়বস্তুতে চলুন

জ্বরতী তঞ্চঙ্গ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জ্বরতি তঞ্চঙ্গ্যা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার রাজনীতিবিদ যিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। তিনি রাঙ্গামাটি সদর উপজেলাধীন জীবতলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

তঞ্চঙ্গ্যা রাঙ্গামাটির বিলাইছড়িতে জন্ম নেন। তার পিতা পদ্ম মুনি তঞ্চঙ্গ্যা এবং মাতা গুয়ামালা তঞ্চঙ্গ্যা। ৪ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার ছোট। বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান তার ছোট বোন।[২]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

তঞ্চঙ্গ্যা রাঙামাটি সদর উপজেলার ১ নম্বর জীবতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।[৩] ২০২৪ সালের ১৫ ফেব্রয়ারি তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান আসন থেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে জ্বরতী মনোনয়ন লাভ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তৃণমূল থেকে হঠাৎ সংসদে, কে এই জ্বরতী?"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  2. "ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক থেকে সংসদে জ্বরতী তঞ্চঙ্গ্যা" 
  3. "পাহাড় থেকে জ্বরতী তঞ্চঙ্গ্যা হচ্ছেন সংরক্ষিত আসনের এমপি"banglanews24.com। ২০২৪-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৪ 
  4. "আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা এমপি হচ্ছেন রাঙামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যা"ctgpratidin.com। ২০২৪-০২-১৪T২১:৫৯:৪৫+০৬:০০। সংগ্রহের তারিখ 2024-02-24  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)