বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/১৮ এপ্রিল ২০২০

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


ইসলাম ধর্ম মতে কাবা কে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে মনে করা হয়। এটি মুসলমানদের কিবলা, অর্থাৎ যে দিকে মুখ করে নামাজ পড়ে বা সালাত আদায় করে, পৃথিবীর যে স্থান থেকে কাবা যে দিকে মুসলমানগণ ঠিক সে দিকে মুখ করে নামাজ পরেন। হজ্জ এবং উমরা পালনের সময় মুসলমানগণ কাবাকে ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করেন। ছবিটি তুলেছেন মোহাম্মাদ মাহদি করিম, যা উইকিমিডিয়া কমন্সে গনু ফ্রি ডকুমেন্টেশান লাইসেন্স লাইসেন্সের আওতায় প্রকাশিত।