টেমপ্লেট আলোচনা:আজকের নির্বাচিত ছবি/১৬ ফেব্রুয়ারি ২০২৩

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "পরপর বাংলাদেশের ছবি?" অনুচ্ছেদে

পরপর বাংলাদেশের ছবি?[সম্পাদনা]

@Ifteebd10, সুধী, আপনি পরপর দুইদিন বাংলাদেশের ছবি যুক্ত করেছেন। অনুগ্রহ করে উইকিপিডিয়া:আজকের নির্বাচিত ছবি/টিউটোরিয়াল পড়ে নিন। আমি এই ছবিটি পরিবর্তন করে দিয়েছি। — আদিভাইআলাপ১৯:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Ifteebd10, বুঝাই যাচ্ছে এখানে আপনাদের প্রচারণা করা মূল উদ্দেশ্য। ছবি যোগে আপনাদের মহাআগ্রহ কিন্তু বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে বলতে যত অনীহা। বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় আরও বিভাগ আছে, কই সেসবে তো আপনাকে আজ পর্যন্ত অংশ নিতে দেখিনি। অন্যদিকে আমি টেমপ্লেট আলোচনা:আজকের নির্বাচিত ছবি/১৫ ফেব্রুয়ারি ২০২৩-এ আপত্তি করেছিলাম কিন্তু তা বিন্দুমাত্র কর্ণপাত না করেই আজ আবার যোগ করেছেন। অনুগ্রহ করে বাংলা উইকিপিডিয়াকে নিজেদের প্রকল্পের প্রচারণার জন্য ব্যবহার করবেন না। আফতাবুজ্জামান (আলাপ) ২০:৪৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আরেকটা মজার বিষয় হল নিজেদের ছবি বাদে অন্য ছবি যোগ করতে আপনাদের দেখা যায় না। আফতাবুজ্জামান (আলাপ) ২১:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, আপনার যদি ব্যক্তিগত কোন আপত্তি থেকে থাকে এবং তার সাথে বাংলা উইকিপিডিয়ার নীতিমালার কোনো সম্পর্ক না থেকে থাকে, সেই আপত্তি আমলে নিতে আমি বাধ্য নই। নীতিমালা বহির্ভূত বিষয়ে ব্যক্তিগত চিন্তা নিয়ে আপনি বড়জোর অনুরোধ করতে পারেন, সেই অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব কি সম্ভব নয়, সেটি একান্তই আমার সিদ্ধান্ত। জি, বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় ছবি যোগ করা নিয়ে আমার আগ্রহ, এবং অন্য কোথাও কাজ করা নিয়ে যদি আমার আগ্রহ নাও থেকে থাকে, এবং নীতিমালা মেনে যদি আমি আমার কিংবা অন্য কারো প্রচারণাও করে থাকি, তাতে বাধা দেয়ার কোনো সুযোগ আপনার নেই। আপনি বাংলা উইকিপিডিয়ার প্রশাসক, নাকি সাধারণ অবদানকারী, তাতে আপনার ওপর নীতিমালার কোনো ব্যতিক্রম হবেনা। স্পষ্টত, আপনি নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলা উইকিপিডিয়াকে নিজের ব্যক্তিগত ক্রোধ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। আমি যতক্ষণ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় গঠনমূলক কাজ করতে থাকবো এবং ধ্বংসপ্রবণতা চালাবো না, ততক্ষণ পর্যন্ত যেকোনো জায়গায় যেকোনো সম্পাদনা করবার অধিকার আমার আছে এবং সেই সম্পাদনায় ধ্বংসপ্রবণতা চালাবার অধিকার অন্য কারো নেই। আমি কার ছবি কোথায় লাগাব, আজকের নির্বা‌চিত ছবি বাদে অন্য কোথাও কাজ করতে আগ্রহী হব কি হবোনা, তার জবাবদিহি আমি আপনার কাছে করতে বাধ্য নই। তবে দেখে ভালো লাগছে যে, যেখানে বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতায় দিনের পর দিন আজকের নির্বাচিত ছবির স্থান লাল হয়ে থাকতো, অন অথবা অফ উইকিতে আজকের নির্বা‌চিত ছবির জন্য হাহাকার পড়ে যেত, আপনি নিজেই বাংলা উইকিপিডিয়ায় আজকের নির্বাচিত ছবির মতো স্থান নিয়ে কাজ করবার মতো যথেষ্ট জনবল নেই বলে বিশেষজ্ঞ মত প্রকাশ করতেন, সেখানে আপনি আপনার শত গুরুত্বপূর্ণ দায়িত্বপালন ছেড়ে এসে আজকের নির্বাচিত ছবির পেছনে জানপ্রাণ দিয়ে আগামী দুমাসের নির্বাচিত ছবি যোগ করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, উইকিমিডিয়া আন্দোলনের ইতিহাসে আপনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি মনে করে থাকেন, তথাকথিত "প্রচারণা" বাংলা উইকিপিডিয়ায় করা যাবে না, তাহলে নীতিমালা পরিবর্তন করে ফেলুন, আমি নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল। আপনার নীতিমালা বহির্ভূত অর্থহীন প্রলাপে আমি আগ্রহী বা শ্রদ্ধাশীল নই। Ifteebd10 (আলাপ) ০৩:০৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ifteebd10, আপনি আমলে নিবেন না কি নিবেন না, তা আপনার ব্যাপার। তবে কোন দল, ব্যক্তি, প্রকল্প যদি বাংলা উইকিপিডিয়াকে নর্দমা বলে অপমান করে, কারো সমস্যা না থাকতে পারে, কেউ কিছু না বলুক, আমার আছে। আমি অবাক হই তারা এমনকি সরাসরি যখন বলে, বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা নিয়ে আমাদের আগ্রহ নেই, আমরা অবদান রাখব না কিন্তু আবার বাংলা উইকিপিডিয়ায় এসেই তাদের প্রকল্পের প্রচারণা চালায় (মজার বিষয় প্রধান পাতার অন্য বিভাগে তাদের দেখি না)। আপনারা যতদিন বাংলা উইকিপিডিয়াকে অপমান করে আবার এখানে এসে প্রচারণা করে যাবেন, আমি ততদিন আমার আপত্তি জানিয়ে যাবো। আর আপনি যেটাকে নীতিমালা বলছেন, আমার জানামতে এটা নীতিমালা নয়, একটি নির্দেশিকা মাত্র। আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক না রোপ্যঅক্ষরে থাকুক তা ব্যাপার না, আমি নিজের প্রচারণার জন্য, কিছু পাবার উদ্দেশ্যে উইকিতে অবদান রাখি না। আপনার আমার কাজ ভালো লাগছে ভালো, আমার কামনা থাকবে আপনি আপনারাও দলগতভাবে প্রচারণার উদ্দেশ্য ছাড়া বাংলা উইকিতে অবদান রাখবেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৩:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন