বিষয়বস্তুতে চলুন

টেমপ্লেট আলোচনা:উইকিপ্রকল্প মূল্যায়ন/প্রকল্প আইকন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: শরদিন্দু ভট্টাচার্য্য কর্তৃক ১ বছর পূর্বে "সম্পাদনার অনুরোধ, ৩ নভেম্বর ২০২২" অনুচ্ছেদে

উইকিপ্রকল্প ক্রীড়া[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ভাই, টেমপ্লেটটি মনে হয় সুরক্ষিত। যাহোক, উইকিপ্রকল্প ক্রীড়া জন্য Sport balls.svg চিত্রটি যোগ করুন। >>কায়সার আহমাদ (আলাপ) ১০:১৭, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

করা হল। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপ্রকল্প শারীরস্থানের জন্য চিত্র যোগ[সম্পাদনা]

সম্মানিত @আফতাবুজ্জামান:

উইকিপ্রকল্প শারীরস্থানের জন্য চিত্রটি যোগ করার অনুরোধ থাকল। অগ্রিম ধন্যবাদ।--Aureum doxadius (আলাপ) ০৭:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@Aureum doxadius: করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫০, ১৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৯ আগস্ট ২০২১[সম্পাদনা]

উইকিপ্রকল্প ময়মনসিংহের জন্য File:Mymensingh-1971 monument.jpg এই চিত্রটি যোগ করা যায় —শাকিল (আলাপ · অবদান) ১৬:৫৮, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil:  করেছিরিয়াজ (আলাপ) ১৭:০৫, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Riaz আপনাকে ধন্যবাদশাকিল (আলাপ · অবদান) ১৭:০৭, ৯ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৭ সেপ্টেম্বর ২০২২[সম্পাদনা]

মালদ্বীপ প্রকল্প আইকনের জন্য Flag_of_Maldives.svg যুক্ত করার অনুরোধ থাকলো। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৭:০০, ৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করেছি। রিয়াজ (আলাপ) ১৭:৫৫, ৭ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ২০ সেপ্টেম্বর ২০২২[সম্পাদনা]

উইকিপ্রকল্প শ্রীলঙ্কার জন্য যুক্ত করার অনুরোধ থাকলো।~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৬:১৮, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL: করেছি। রিয়াজ (আলাপ) ১৮:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Riaz অনেক ধন্যবাদ।~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৮:৩৭, ২০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৩ নভেম্বর ২০২২[সম্পাদনা]

হিন্দুধর্ম প্রকল্পের জন্য অথবা ছবিটি যুক্ত করে দিন। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১১:৪৩, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Robin Saha: ইংরেজি উইকিপিডিয়ার একই প্রকল্প অনুসারে File:Om symbol.svg এটি যোগ করে দিয়েছি। রিয়াজ (আলাপ) ১৭:১২, ৩ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এই ছবিটা অনেক যায়গাতেই ব্যবহার হয়েছে। তাই পৃথক ছবি ব্যবহারের জন্য বলছিলাম। প্রথমটা ব্যবহার করে দেন? Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৩:০১, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
প্রথমটি pdf ফরম্যাটের ছবি তাই যুক্ত করিনি। রিয়াজ (আলাপ) ০৪:৪৩, ৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Riaz ফাইলটিকে এসভিজিতে নেওয়া হয়েছে। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ১০:৪৯, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ANKAN, শরদিন্দু ভট্টাচার্য্য, খাঁ শুভেন্দু, এবং Salil Kumar Mukherjee: এবিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি৷ চিত্র কোনটা ব্যবহার করলে ভালো হয়? @Robin Saha: বর্তমানে ব্যবহৃত চিত্রের সাথে আপনার প্রস্তাবিত চিত্রের মধ্যে পার্থক্য কী? হিন্দুধর্মের বেশিরভাগ ক্ষেত্রে File:Om symbol.svg এটি ব্যবহার হতে দেখা যায়। তাই অন্যদেরও মতামত নিই, যাতে পরবর্তীতে সমস্যা সৃষ্টি না হয়। রিয়াজ (আলাপ) ১৭:৪৫, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
কিংবা দেওয়া যেতে পারে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৭, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি এই ছবিটির জন্য প্রস্তাব দেওয়ার কিছু কারণ আছে। প্রথমত স্বস্তিকা হিন্দুধর্মে মঙ্গলের প্রতিক হিসেবে বিবেচনা করা হয়, যা কোনো শুভ কাজের শুরুতে মঙ্গলের জন্য ব্যবহার হয়ে থাকে। তাছাড়া হিন্দুত্ব বুঝাতেও ব্যবহার হয়ে থাকে।
ওঁ শব্দটিও হিন্দুধর্মাবলম্বীদের নিকট একটি পবিত্র শব্দ, কিন্তু তা ব্রহ্ম বা ঈশ্বর নির্দেশক, যার হয়তো প্রকল্পের উদ্দেশ্যের সাথে তুলনামূলক কম সামঞ্জস্যপূর্ণ। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৩:৪৭, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ওঁ বা স্বস্তিকা উভয়ই হিন্দু ধর্মে খুবই পবিত্র শব্দ বা চিহ্ন। ইংরেজি উইকিতে দেবনাগরীক ওঁ () এর ব্যবহার বেশি। Robin Saha উল্লেখ করেছেন যে স্বস্তিকা চিহ্ন হিন্দু ধর্মে মঙ্গল বা শুভ অর্থে ব্যবহার করা হয়, ফলে মঙ্গল বা শুভ বিষয়ক প্রতীক আর সমগ্র ধর্মের প্রতীক এক বিষয় নয়। সে অর্থে হিন্দু বা সনাতন ধর্মে একক কোন প্রতীক নেই। দেবনাগরীক আর বাংলা লিপিতে "ওম" এর পার্থক্য রয়েছে। ... দুটি প্রতীকের মধ্যে ওঁ অধিক পরিচিত, ফলে আমার মনে হয় যে ওঁ হিন্দুধর্ম প্রকল্পে ব্যবহার করা উচিত। -- খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:০৫, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
বাংলা ওঁ , বহুল প্রচলিত এবং বাংলার অনন্য চিহ্ন বা এইগুলি ব্যবহার করা যেতে পারে। -শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৭:৪৯, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ওঁ হচ্ছে একটি কার, এটা বোধয় চিহ্ন হিসেবে ব্যবহার হয় না। বাংলায় ওঁ এবং ঔঁ উভয়ই ব্যবহার হতে দেখেছি। সবাই যেহেতু ওঁ ব্যবহার করার কথা বলেছেন, তাহলে দেবনাগরী ওঁ ব্যবহার করাই উচিত হবে যা ইতোমধ্যে ব্যবহার হয়েছে। আর ত্রিনয়নের ছবিটি ব্যবহার করা না হোক। আমি এটা দিয়ে একটি টেমপ্লেট তৈরি করব চিন্তা করেছিলাম। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল ) ০৯:০৫, ৭ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ওঁ-চিহ্ন জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। স্বস্তিকা চিহ্নের ব্যাপারে শুভেন্দুদার সাথে একমত। অংকন (আলাপ) ১৫:৩৬, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উপরোক্ত আলোচনা অনুসারে বুঝা যাচ্ছে বেশিরভাগই ওঁ চিহ্নযুক্ত চিত্র ব্যবহার করতে বলতেছে। উল্লেখ্য, বর্তমানে ওঁ চিহ্নযুক্ত File:Om symbol.svg চিত্র ব্যবহৃত হচ্ছে। আশা করি, পরিবর্তনের প্রয়োজন নেই। রিয়াজ (আলাপ) ১৬:৫৭, ৮ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
দেবনাগরী ওঁ এর বদলে বাংলা ওঁ ব্যবহার করা যেতে পারে, যেহেতু এটা বাংলা উইকিপিডিয়া। -শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৪:৩৫, ২৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনার অনুরোধ, ৬ এপ্রিল ২০২৩[সম্পাদনা]

উইকিপ্রকল্প পশ্চিমবঙ্গের জন্য চিত্র। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:৪৪, ৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Sbb1413  করা হয়েছে। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:০৪, ৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন