ডট্‌-ড্যাশ-সার্জেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডট্‌-ড্যাশ-সার্জেন্ট
Dot-dash sergeant
ডানা খোলা অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Nymphalidae
গণ: Athyma
প্রজাতি: A. kanwa
দ্বিপদী নাম
Athyma kanwa
Moore, 1858

ডট্‌-ড্যাশ-সার্জেন্ট (বৈজ্ঞানিক নাম: Athyma kanwa(Moore)) ক্রান্তীয় এবং উপক্রান্তিয় ও কম্বোডিয়ায় প্রাপ্ত নিমফ্যালিডি পরিবার এবং লিমেনিটিডিনি উপগোত্র এবং প্যান্টোপরিয়া বর্গের অন্তর্গত মাঝারী আকৃতির প্রজাতি। এই প্রজাতি ভারতের বন্যপ্রাণ সংরক্ষণ আইন (Wild Life Protection Act, 1972) অনুসারে তফ্‌সিল ২ এর তালিকার অন্তর্ভুক্ত।

আকার[সম্পাদনা]

ডট্‌-ড্যাশ-সার্জেন্ট এর প্রসারিত অবস্থায় ডানার আকার ৬০-৭০ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[১]

উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত ডট্‌-ড্যাশ-সার্জেন্ট এর উপপ্রজাতি হল-

  • Athyma kanwa phorkys (Fruhstorfer, 1913) – Northern Dot-dash Sergeant

বিস্তার[সম্পাদনা]

ভারত (আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং উত্তর-পূর্ব ভারত), মায়ানমার এবং কম্বোডিয়া ইত্যাদি অঞ্চলে এদের পাওয়া যায়।[২]

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

ডট্‌-ড্যাশ-সার্জেন্ট, মালয় স্টাফ্‌ সার্জেন্ট (Athyma reta) এর সাথে সাদৃশ্যযুক্ত। ডানার উপরিতল অন্যান্য সার্জেন্টদের ন্যায় কালচে বাদামী অথবা গাঢ় খয়েরী এবং সাদা দাগ-ছোপ-বন্ধনীযুক্ত। সামনের ডানায় সেল এর অন্তর্গত সরু রেখাটি অখন্ডিত এবং সম্পূর্ণ এবং উক্ত রেখার শেষপ্রান্তে সামান্যদূরে একটি ত্রিভুজাকৃতি ছোপ বর্তমান। কোস্টাল শিরার নিচ থেকে ডরসাম পর্যন্ত অবিন্যস্তভাবে বিস্তৃত বিভিন্ন আকৃতির ডিসকাল ছোপের সারিতে ৩ নং শিরামধ্যে ছোপ অনুপস্থিত এবং ২ নং শিরামধ্যের ছীপটি গোলাকৃতি। সাবটার্মিনাল সরু রেখাটি টার্মেন অথবা প্বার্শপ্রান্তরেখার সমান্তরাল অবস্থানে থেকে ৩ নং শিরামধ্যে খাঁজের সৃষ্টি করেছে। উক্ত রেখাটিকালচে খয়েরী শিরাদ্বারা খন্ডিত। পিছনের ডানায়, সরলরৈখিক সাব-বেসাল বন্ধনী এবং বক্র পোস্ট-ডিসকাল বন্ধনী এবং হালকা বাদামী সাব টার্মিনাল রেখা বিদ্যমান। পোস্টডিসকাল বন্ধনীটি ডানার শীর্ষভাগ থেকে ডরসাম এবং সাবটার্মিনাল রেখাটি শীর্ষ থেকে টর্নাস পর্যন্ত বিস্তৃত। উভয় ডানায় টার্মেন বিচ্ছিন্নভাবে সরু সাদা ছোট দাগযুক্ত।[৩]

ডানার নিম্নতল জলপাই-বাদামী বর্নের এবং দাগ-ছোপ এবং বন্ধনী উপরিতলের অনুরূপ।

শুঙ্গ কালো; মাথা, বক্ষদেশ এবং উদর উপরিপৃষ্ঠে কালচে বাদামী এবং নিম্নপৃষ্ঠে সাদা।[১]

আচরণ[সম্পাদনা]

দুর্লভ দর্শন এই প্রজাতির উড়ান দ্রুত, শক্তিশালী এবং হাওয়ায় ডানা ভাসিয়ে উড়ে রেড়ায়। এরা গাছের পাতায়, সরু ডালে, পাথরে এবং মাটিতে অবস্থান করে ডানা মেলা এবং বন্ধ অবস্থায় রোদ পোহায় এবং পুরুষ প্রকারকে ভিজে মাটিতে, পাথরের ভিজে ছোপে বসে মাড-পাডল করতে দেখা যায়। এই প্রজাতি ফুলে বসে মধুপান করে। রোদ পোহানোর কালে এদের উঁচু গাছের চূড়ার পাতায় অবস্থান করতে প্রায়শই দেখা যায়। নিচু উচ্চতাযুক্ত পাহাড়ী জঙ্গলে ছোট নদী অথবা ঝর্নার কিনারে এদের দর্শন মেলে। চিরহরিৎ বনভূমি এদের পছন্দের বাসভূমি এবং এরা বনাঞ্চলেই আবদ্ধ থাকতে বেশি পছন্দ করে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies (ইংরেজি ভাষায়) (1st সংস্করণ)। নতুন দিল্লি: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা ৩৬৯। আইএসবিএন 978 019569620 2 
  2. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা .৯০। 
  3. Wynter-Blyth, M.A. (1957) Butterflies of the Indian Region, pg ১৮৮.

বহিঃসংযোগ[সম্পাদনা]