বিষয়বস্তুতে চলুন

দিঘারী গ্রাম পঞ্চায়েত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিঘারী
গ্রাম পঞ্চায়েত
দিঘাড়ী গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ভবন
দিঘাড়ী গ্রাম পঞ্চায়েতের কার্যালয় ভবন
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রশাসনিক বিভাগপ্রেসিডেন্সি বিভাগ
জেলাউত্তর চব্বিশ পরগণা
মহকুমাবনগাঁ মহকুমা
ব্লক/পঞ্চায়েত সমিতিবনগাঁ
গ্রাম পঞ্চায়েতদিঘারী
জনসংখ্যা (২০১১)
 • মোট১৪,৬৭৮
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫.৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লুবি (IN-WB)

দিঘারী গ্রাম পঞ্চায়েত হল বনগাঁ পঞ্চায়েত সমিতির অন্তর্গত ১৬ টি গ্রাম পঞ্চায়েতের একটি। এটি বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত। এর প্রশাসনিক ভবন ও সদর দপ্তর দিঘারী গ্রামে অবস্থিত৷ মোট ৮ টি গ্রাম নিয়ে দিঘারী গ্রাম পঞ্চায়েত গঠিত।

প্রশাসনিক গঠন[সম্পাদনা]

৮ টি গ্রাম নিয়ে দিঘারী গ্রাম পঞ্চায়েত গঠিত।[১] গ্রামগুলি হল -

  • চিনিলি
  • দিঘারী
  • হুদা বিষ্ণুপুর
  • কৈখালি
  • মথুরাপুর
  • নিশ্চিন্তপুর
  • সাতশী
  • শিমুলিয়া

জনসংখ্যা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দিঘারী গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যা ছিল ১৪,৬৭৮ জন। মোট জনসংখ্যার মধ্যে জন ৭,৫৪৭ পুরুষ ও ৭,১৩১ জন নারী।[২]

ভাষা[সম্পাদনা]

কালুপুর গ্রাম পঞ্চায়েতের সরকারি ভাষা হল বাংলা। ইংরেজি হল এই গ্রাম পঞ্চায়েতের সহকারী সরকারি ভাষা। গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী সকলের মাতৃভাষা বাংলা।

অর্থনীতি[সম্পাদনা]

এই গ্রাম পঞ্চায়েতের অর্থনীতি কৃষি নির্ভর। ধান এখানকার প্রধান অর্থকরী ফসল। এছাড়াও এখানে প্রচুর পরিমাণে সবজি উৎপাদিত হয়।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রূপে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভরশীল। গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। গ্রাম পঞ্চায়েতে কোন মহাবিদ্যালয় বা কলেজ নেই।

পঞ্চায়েতের একটি মাত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে।

  • দিঘারি ভাষানচন্দ্র হাই স্কুল

পরিবহন ব্যবস্থা[সম্পাদনা]

গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগের মূল মাধ্যমটি হল সড়ক পথ। বৈহিলাপোতা - মেদে সড়ক এই গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে এবং এই সড়কটি গ্রাম পঞ্চায়েতটিকে ১ নং রাজ্য সড়কের (বনগাঁ - চাকদহ রোড) সঙ্গে যুক্ত করে। গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে পাকা সড়ক রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]