নবিন ওয়াকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নবিন ওয়াকার
জন্ম
নবিন ওয়াকার হায়দার

(1985-01-09) ৯ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৩৯)
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী, ভিডিও জকি, রেডিও জকি
কর্মজীবন২০০৯-বর্তমান
পরিচিতির কারণহামসফর, আনি কি আয়েগি বারাত, সায়া-ই-দেওয়ার ভি নেহি
দাম্পত্য সঙ্গীআজফার আলী (বি. ২০১২; বিচ্ছেদ. ২০১৫)

নবিন ওয়াকার হলেন একজন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন ভিডিও ও রেডিও জকি।[১] ২০১২ সালের হামসফর নামক ধারাবাহিক নাটকে সারা হিসেবে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। অ্যানি কি আয়েগি বারাত, উফ মেরি পরিবার, আলভিদা, মল, সায়া দেওয়র ভি নাহি, কুছ না কাহো, বেন ইন্ঠা, তাজদী-এ-ওয়াফা এবং মাহ-ই-তামামসহ বিভিন্ন কাজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ২০১৩ সালে তিনি জোশ: ইন্ডিপেন্ডেন্স থ্রু ইউনিটি নামক সামাজিক-নাট্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, চলচ্চিত্রটি সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য লাভ করে।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি ২০১২ সালে অভিনেতা আজফার আলীকে বিয়ে করেন; ২০১৫ সালের নভেম্বরে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়।[২]

কর্মজীবন[সম্পাদনা]

ওয়াকার ভিজে হিসেবে তার কর্মজীবন শুরু করেন ও দ্রুত সাফল্য পান। পরে তিনি মাহিরা খান এবং ফাওয়াদ খানের বিপরীতে হামসফর নাটকে অভিনয় করেন। ওয়াকার পরবর্তীতে জিও টিভির আইনি কি আইগি বরাত নাটকে অভিনয় করেন।[৩][৪][৫][৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Humsafar no more: Naveen and Azfar split after three years"এআরওয়াই নিউজ। নভেম্বর ৩০, ২০১৫। 
  2. "Azfar Ali, Naveen Waqar no longer life-partners"The News Teller। নভেম্বর ৩০, ২০১৫। জুন ১১, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৩১, ২০২১ 
  3. raza, Nida। "Naveen Waqar"The News International (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 
  4. Haq, Irfan Ul (২০১৮-০৮-২৫)। "Navin Waqar and Haroon Shahid team up for upcoming drama serial"DAWN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 
  5. Tribune.com.pk (২০১৫-০৫-০৯)। "Faysal Qureshi pairs up with Naveen Waqar for 'Mol'"The Express Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮ 
  6. "You are casted on the number of Followers you have: Naveen"Daily Times (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৮-৩১। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৮