বিষয়বস্তুতে চলুন

পিটার জেনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পিটার জেনার
উডস্টকে ২০১৩ সালে পিটার জেনার
জন্ম
পিটার জুলিয়ান জেনার

৩ মার্চ ১৯৪৩ (1943-03-03) (বয়স ৮১)
বাথ, সামারসেট, ইংল্যান্ড
মাতৃশিক্ষায়তনসিডনি সাসেক্স কলেজ, ক্যামব্রিজ
পেশা
প্রতিষ্ঠান

পিটার জুলিয়ান জেনার (জন্ম ৩ মার্চ ১৯৪৩)[১] একজন ব্রিটিশ সঙ্গীত ব্যবস্থাপক এবং একজন রেকর্ড প্রযোজক। জেনার, অ্যান্ড্রু কিং এবং পিংক ফ্লয়েডের মূল চার সদস্য ব্ল্যাকহিল এন্টারপ্রাইজের অংশীদার ছিলেন।

প্রাথমিক কর্মজীবন[সম্পাদনা]

পিটার জেনারের ছিলেন বিশপের প্রতিনিধি উইলিয়াম জ্যাক জেনারেভ ছেলে এবং শ্রম রাজনীতিবিদ ফ্রাঙ্ক ওয়াইজের নাতি। জেনার ওয়েস্টমিনস্টার স্কুল এবং কেমব্রিজের সিডনি সাসেক্স কলেজ শিক্ষালাভ করেন, যেখানে তিনি ১৯৬৩ সালে ২০ বছর বয়সে অর্থনীতিতে প্রথম-শ্রেণীর অনার্স ডিগ্রি অর্জন করেন।[২][৩] পরে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সে একজন প্রভাষক হিসাবে নিযুক্ত হন। চার বছর পর তৎকালীন আপ-এন্ড-আগত ব্যান্ড পিংক ফ্লয়েড পরিচালনায় যুক্ত হন তিনি। জেনার লন্ডনের হাইড পার্কে বেশকয়েকটি বিনামূল্যের কনসার্ট করেন যার মধ্যে দ্য রোলিং স্টোন্‌সের ১৯৬৯ সালের কনসার্ট অন্তর্ভুক্ত ছিল।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Index entry"FreeBMD। ONS। ১৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২২ 
  2. "Cambridge Tripos Results"। দ্য টাইমস। ২০ জুন ১৯৬৩। 
  3. গেসডন, জিন-মিশেল; মার্গোটিন, ফিলিপ (২০১৭)। Pink Floyd All the Songs: The Story Behind Every Track (ইংরেজি ভাষায়)। নিউ ইয়র্ক: Black Dog and Leventhal। পৃষ্ঠা ১০। 
  4. "Peter Jenner – Sincere Management & Secretary General, IMMF – MusicTank"Musictank.co.uk। ৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]