পিটার লাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১০ সালে লাফ

স্যার পিটার জেমস লাফ (জন্ম ১৮ ফেব্রুয়ারী ১৯৫৫) ছিলেন ন্যাশনাল হেরিটেজ মেমোরিয়াল ফান্ড এবং ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের চেয়ারম্যান। [১] পূর্বে একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ, তিনি ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিড ওরচেস্টারশায়ার এবং ১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ওরচেস্টারের সংসদ সদস্য (এমপি) ছিলেন। তিনি ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত জুনিয়র প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন।

তিনি ১৯৮২ সালে জুলিয়া জেঙ্কসকে বিয়ে করেছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sir Peter Luff"Heritage Lottery Fund। ১৬ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭ 
  2. "'What an amazing experience' – Sir Peter Luff on his 23 years as a Worcestershire MP"Worcester News। ১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০১৯