বিষয়বস্তুতে চলুন

পূর্ব কার্বি আংলং জেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব কার্বি আংলং জেলা
আসামের জেলা
আসামে পূর্ব কার্বি আংলংয়ের অবস্থান
আসামে পূর্ব কার্বি আংলংয়ের অবস্থান
দেশভারত
রাজ্যআসাম
প্রশাসনিক বিভাগকেন্দ্রীয় আসাম
সদরদপ্তরডিফু
মহকুমাডিফু, বোকাজান
সরকার
 • লোকসভা কেন্দ্রস্বায়ত্বশাসিত জেলা
 • বিধানসভা আসন
স্থানাঙ্ক১৭°২১′ উত্তর ৭৫°১০′ পূর্ব / ১৭.৩৫° উত্তর ৭৫.১৬° পূর্ব / 17.35; 75.16 - ১৮°১৯′ উত্তর ৭৬°০৯′ পূর্ব / ১৮.৩২° উত্তর ৭৬.১৫° পূর্ব / 18.32; 76.15

পূর্ব কার্বি আংলং জেলা আসামের ২০১১ শেষ জনগণনা পরবর্তী একটি নতুন জেলা৷ ২০১৬ খ্রিস্টাব্বে পূর্বতন কার্বি আংলং জেলা থেকে নতুন জেলাটি গঠিত হয়৷ জেলাটির জেলাসদর ডিফু শহরে অবস্থিত৷[১] ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশিল অনুযায়ী এটি কার্বি আংলং স্বায়ত্ত্বশাসিত সংগঠনের আওতাভুক্ত৷

নামকরণ[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

ভূপ্রকৃৃতি[সম্পাদনা]

অর্থনীতি[সম্পাদনা]

প্রশাসনিক পরিকাঠামো[সম্পাদনা]

ভাষা[সম্পাদনা]

কার্বি ভাষা এই জেলাতে সর্বাধিক প্রচলিত ভাষা৷ ইংরাজী, অসমীয়াহিন্দি ভাষার লোক ও এই জেলাতে বহুসংখ্যক৷ জেলাটিতে একাধিক জনজাতির বাস, যা এটিকে একটি বহুভাষিক বহুসাংস্কৃতিক জেলাতে উন্নীত করেছে৷ এর মধ্যে কার্বি, তিওয়া, গারো, বোরো উল্লেখ্য৷ নিম্নের পাইচিত্রে জেলাটিতে প্রচলিত ভাষাসমূহ তালিকাবদ্ধ৷

পূর্ব কার্বি আংলং জেলার ভাষাসমূহ- ২০১১[২]

  কার্বি (৪৩.৯৫%)
  বাংলা (১৩.৩৩%)
  অসমীয়া (৯.০৩%)
  বোড়ো (৬.০৪%)
  হিন্দি (৫.৮৭%)
  নেপালি (৪.৬৭%)
  ডিমাসা (২.৬৫%)
  কুকি (১.৩৯%)
  গারো (১.২২%)
  মুন্ডারি (০.৮০%)
  ওড়িয়া (০.৭৩%)
  মণিপুরী (০.৪৬%)
  অন্যান্য (৭.৩৬%)

পরিবহন[সম্পাদনা]

জেলাসদরটি সড়কপথের মাধ্যমে পার্শ্ববর্তী জনপদগুলির সাথে যুক্ত৷ নিয়মিত জেলাসদর ডিফু থেকে কার্বি আলং স্বায়ত্তশাসন বাস পরিবহন সংস্থার পক্ষ থেকে গুয়াহাটী, হামরেণ, হোজাই প্রভৃতি জায়গার বাস চলাচল করে৷ মেঘালয় পরিবহন সংস্থার পক্ষ থেকে নিয়মিত ডিফু থেকে জোয়াইতে পরিবহন চালু আছে৷ নিকটবর্তী রেলস্টেশনটির নাম হোজাই৷

তথ্যসূত্র[সম্পাদনা]