বিষয়বস্তুতে চলুন

পোড়াদহ বাজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পোড়াদহ বাজার
পোড়াদহ কাপড়ের হাট
মানচিত্র
স্থানাঙ্ক২৩°৫১′৪৮″ উত্তর ৮৯°০১′৫৫″ পূর্ব / ২৩.৮৬৩৪৬২৯° উত্তর ৮৯.০৩১৮০৬৭° পূর্ব / 23.8634629; 89.0318067
ঠিকানাপোড়াদহ, মিরপুর উপজেলা, কুষ্টিয়া জেলা, খুলনা বিভাগ,  বাংলাদেশ
দোকান ও সেবার সংখ্যা
  • হাট বসে ২,৮০০টি (প্রায়)
  • স্থানীয় দোকান ৬৫০টি (প্রায়)
[১]
পার্কিংহ্যাঁ

পোড়াদহ বাজার কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে অবস্থিত একটি বাজার‌‌। এটি একটি পাইকারি কাপড়ের বাজার।[২][৩]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

দেশের বিভিন্ন প্রান্ত হতে ব্যবসায়িকরা এই হাট থেকে পাইকারি মূল্যে কাপড় কিনে নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়ে যান।[৪] বাজারের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পোড়াদহ বনিক সমিতি নামে একটি সমিতি রয়েছে। কিছু গনমাধ্যমের মতে এই বাজারটি হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট।[৫][৬][৭]

হাটের দিন[সম্পাদনা]

সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার কাপড়ের হাট বসে। কিন্তু এই বাজারে শুক্রবার ব্যতীত নিয়মিত কাপড় বেচা কেনা হয়। শুক্রবারে শুধুমাত্র কাপড়ের হাট বসে[৮]

সময়সূচী[সম্পাদনা]

প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানগুলোর বেচাবিক্রি চলে।

হাট সমূহ[সম্পাদনা]

পোড়াদহ বাজারে ০৩ ধরনের হাট বসে।[২]

  1. পোড়াদহ কাপড়ের হাট
  2. পোড়াদহ রেল বাজার
  3. পোড়াদহ নতুন বাজার

রাজস্ব[সম্পাদনা]

এই হাটে ৯৫ ভাগ পণ্য দেশি। ৫ ভাগ থাকে বিদেশি। প্রতি হাটবারে কাপড়ের হাটে ৩৫ থেকে ৪০ কোটি টাকা বেচাকেনা হয়। এবং ব্যক্তিমালিকানা দোকানগুলোয় ৬০ কোটি টাকা বেচা বিক্রি হয়ে থাকে। এই কাপড়ের হাট থেকে প্রতিবছর গড়ে সরকারের রাজস্বের পরিমাণ ৪৮ লক্ষ টাকা।[৫]

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

কুষ্টিয়া, মিরপুর, আলমডাঙ্গাচুয়াডাঙ্গার সাথে সরাসরি সড়ক ব্যবস্থা রয়েছে। ঢাকা খুলনা, রাজশাহীরংপুরের মতো প্রধান শহর গুলোর সাথে ট্রেন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে চলাচলকারী এক্সপ্রেস ট্রেনগুলো হল সুন্রদবন এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ও চিত্রা। এই ট্রেনগুলো বর্তমানে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে আসা যাওয়া করে । বাজারের পাশেই পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন অবস্থিত।

চিত্রশালা[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. কুদরতে খোদা সবুজ (২০১৮-০৬-১৮)। "পাইকারি ও খুচরা বেচাকেনায় জমজমাট পোড়াদহ হাট"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০ 
  2. "পোড়াদহ ইউনিয়নের হাট-বাজারের তালিকা"দাপ্তরিক ওয়েবসাইট। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০ 
  3. "পোড়াদহ কাপড়ের হাটে উপচেপড়া ভিড়"কর্পোরেট সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০ 
  4. কুদরতে খোদা সবুজ (২০১৮-০৬-১৮)। "পাইকারি ও খুচরা বেচাকেনায় জমজমাট পোড়াদহ হাট"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০ 
  5. "দেশজুড়ে বস্ত্র হাটের আধিপত্য"টেক্সটাইল ইঞ্জিনিয়ারস্। ২০২০-১২-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০ 
  6. "বিক্রি বেড়েছে পোড়াদহ কাপড়ের হাটে"বার্তা ২৪। ২০১৯-০৫-২৯। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০ 
  7. "জমে উঠেছে দেশের ২য় বৃহত্তম কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট"কুষ্টিয়া ২৪। ২০১৯-০৫-৩১। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০ 
  8. "জমে উঠেছে কুষ্টিয়ার কাপড়ের হাট"সময় নিউজ। ২০২৩-০৪-২৩। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১০