প্রবেশদ্বার:জ্যোতির্বিজ্ঞান/নির্বাচিত নিবন্ধ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্রক্সিমা সেন্টরাই নক্ষত্র

প্রক্সিমা সেন্টরাই বা আলফা সেন্টরাই সি হল আলফা সেন্টরাই নক্ষত্রপুঞ্জের অন্তর্গত তৃতীয় নক্ষত্র। এটি খুব কম ভরের লাল বামন নক্ষত্র। সূর্য থেকে দূরত্ব প্রায় ৪.২৩ আলোকবর্ষ। প্রক্সিমা সেন্টরাই হল সূর্যের নিকটতম নক্ষত্র। স্কটিশ জ্যোতির্বিদ রবার্ট আইনেস ১৯১৫ সালে এই নক্ষত্র আবিষ্কার করেন। প্রক্সিমা সেন্টরাই এর পরিবেশে পরিচলনের কারণে সৃষ্ট চৌম্বকক্ষেত্র, এই নক্ষত্রকে ফ্লেয়ার নক্ষত্রে পরিণত করেছে ৷ ফ্লেয়ার নক্ষত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো এই নক্ষত্রের উজ্জ্বলতা হটাৎ করে বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের রশ্নি নির্গত হতে থাকে ৷ প্রক্সিমা সেন্টরাই থেকে প্রতিনিয়ত এক্স রশ্নি নির্গত হতে থাকে যা তার চারপাশের পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলেছে ৷

প্রক্সিমা সেন্টরাই নক্ষত্রকে তিনটি গ্রহ প্রদক্ষিণ করে ৷ যথা: প্রক্সিমা সেন্টরাই বি, প্রক্সিমা সেন্টরাই সি এবং প্রক্সিমা সেন্টরাই ডি ৷ প্রক্সিমা সেন্টরাই নক্ষত্রকে প্রক্সিমা সেন্টরাই বি ১১.২ দিনে, প্রক্সিমা সেন্টরাই সি ১৯০০ দিনে এবং প্রক্সিমা সেন্টরাই ডি ৫ দিনে প্রদক্ষিণ করে ৷ (সম্পূর্ণ নিবন্ধ...)