বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রবিদর্ভ
সংক্ষেপেভিসিএ
প্রতিষ্ঠাকাল১৯৫৬ (1956)
অধিভুক্তভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড
অধিভুক্তের তারিখ১৯৫৬
সদর দফতরবিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড
অবস্থাননাগপুর
সভাপতিঅবসরপ্রাপ্ত বিচারপতি বিনয় দেশপাণ্ডে
সচিবশারদ পাধ্যায়
প্রশিক্ষকঅশোক উপাধ্যায়
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.vca.co.in
ভারত

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিদর্ভ অঞ্চলে এবং বিদর্ভ ক্রিকেট দলের ক্রিকেট কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা। এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধিভুক্ত।

এনকেপি সালভে ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, পরে তিনি ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতি ছিলেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NKP Salve: Statesman, raconteur & visionary"The Times of India। ২ এপ্রিল ২০১২।