বোর্ড প্রেসিডেন্ট একাদশ (ভারত)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় বোর্ড সভাপতি একাদশ[১] [২] ভারতের একটি প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। তারা মাঝে মাঝে ভারতের ঘরোয়া পর্যায়ে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলে। নির্বাচিত দল আন্তর্জাতিক সিরিজের জন্য ভারত সফরকারী আন্তর্জাতিক দলের বিরুদ্ধে অনুশীলন সফর ম্যাচেও অংশগ্রহণ করে। ২০০৮ সালে, বোর্ড প্রেসিডেন্ট একাদশ দল ২–৫ অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ান দলের বিরুদ্ধে একটি সফর ম্যাচ খেলে। ওই ম্যাচে বোর্ড প্রেসিডেন্ট একাদশ দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং[৩] ২০১৭ সালে তারা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ৫০ ওভারের ম্যাচের একটিতে জয়লাভ করেছিল। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Basil Thampi included in Board President's XI, India A squads"Mathrubhumi। ৩ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২ 
  2. "Sanju Samson hundred leads Board President's XI draw with Sri Lanka"Kerala Cricket Association 
  3. "Yuvraj to lead Board President's XI against Australia"The Indian News। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৬