বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:A for Arif

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

"বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে কাজ করছি।"

আমি আরিফুল ইসলাম (আরিফ), আমি একজন শিক্ষার্থী। চট্টগ্রামের ডবল মোরিং থানায় বাসকরি। জন্মস্থান নোয়াখালি জেলার সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে। ছোট বেলা থেকেই আমি ইন্টারনেট জগতের প্রতি কৌতুহলী, সত্যিকথা বলতে আমি প্রথম ইন্টারনেট জগতে প্রবেশ করি একটি ২জি চায়না স্যাম্ভিয়ান ম্যাক্সিমাস মোবাইলের মাধ্যমে, তখন ইন্টারনেট সম্পর্কে সামান্য ধারনা ছিল, প্রথম অবস্থায় আমি কিছু পত্রপত্রিকার, গানবাজনা, এবং ছবির ওয়েবসাইট সম্পর্কে জানতাম, আসলে ইন্টারনেটের কৌতুহল সম্পর্কে লিখে শেষ করা সম্ভব নয় কারণ কৌতুহল লেখায় প্রকাশ করা যায়না এটি মন থেকে আসে। বর্তমানে আমি ইন্টারনেটের মাধ্যমে অনেক সেচ্ছাসেবা মূলককাজ করে যাচ্ছি, আশা করি ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

শিক্ষাকাল[সম্পাদনা]

আমি ২০০৯ সালে গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়, নাম দক্ষিন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পি.এ.সি, ২০১২ সালে আতাতুর্ক মডেল হাই স্কুল থেকে জে.এস.সি এবং ২০১৫ সালে এস.এস.সি সম্পর্ণ করেছি। বর্তমানে চট্টগ্রামের বি.এ.এফ শহিন কলেজে একাদশ-দাদশ শ্রেনিতে লেখা-পড়া করছি।

স্বেচ্ছাসেবা[সম্পাদনা]

আমি ইন্টারনেট জগতের সাথে পরিচিত হয় ২০১১ সালের দিকে যদিও পূর্বে নেট সম্পর্কে অনেক শুনেছি তবে প্রত্যক্ষ ভাবে ২০১১ তে নেট চালনা শুরু করি। ২০১৩ সালের শেষের দিকে গুগল ম্যাপিং এর ম্যাধ্যমে আমার স্বেবচ্ছাসেবা মূলককাজের সূচনা হয়। আমাদের ব্যাক্তিগত অফিস গুগল ম্যাপে যোগ করার সময় থেকে আমি ম্যাপিং এ জড়িয়ে পড়ি এবং বর্তমানে আমি একজন গুগল ম্যাপমেকার রিজিয়নাল লিড (আঞলিক নেতা) এবং ম্যাপিং বাংলাদের সদস্য এছাড়া আমি গুগল লোকাল গাইড, গুগল আর্থ, ফেসবুক সাজেস্ট এডিট, এবং উইকিপিডিয়ার মত প্লার্টপর্মে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছি।

অনলাইন পেশা[সম্পাদনা]

অনলাইন পেশা বলতে আমি একজন ব্লগার। নিজের ব্যাক্তিগত ব্লগে প্রযুক্তি বিষয়ক লেখালেখি করি এবং সামহোয়্যার ইন ব্লগ ও টেকটিউনস এর মত ব্লগে লিখি, এছাড়া আমি একজন ইউটিউবার

যোগাযোগ[সম্পাদনা]

আমার ইমেল ঠিকানা: ariful698@gmail.com

ফেসবুকে আমি: http://www.facebook.com/atsboyarif

টুইটারে আমি: http://www.twitter.com/atsboyarif

গুগল প্লাসে আমি: https://plus.google.com/+ArifulIslamats

উইকিপিডিয়া লিংক: https://bn.wikipedia.org/s/6y7z