বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:H R Karim

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুন্দরবনের পাশ দিয়ে প্রবহমান ছিলো মিনহাজ নদীঃ এশিয়া মহাদেশের অন্যতম একটি ম্যানগ্রোভবন সুন্দরবন। আর দক্ষিণ বাংলার অন্যতম একটি বিভাগ এবং জেলা। খুলনা জেলার অতি পরিচিত এবং পুরাতন ও প্রথম পৌরসভার নাম প্রস্তাবিত সুন্দরবন জেলা বা পাইকগাছা উপজেলা। যার গা ঘেষে স্থাপনা হিসেবে গড়ে উঠেছিল কৌতুহল নামক একটি শব্দ 'বাসাখালী' গ্রাম। এ নামটি যে কেউ শোনামাত্র খালী বাসা অথবা বাসাখালী শব্দটা নিয়ে হাস্যকর মুখে আমার জন্মের স্থানটাকে লিপিবদ্ধ শুরু করেন। আমি ও কল্পনা প্রসূত হয়ে ভাবতে থাকি কেন শব্দটা এত আশ্চর্যান্বিত! কালের আবর্তনে সময়ের পরিবর্তনে খুঁজতে থাকি তার আসল ইতিহাস এবং ঐতিহ্যের ইতি কথা--------