ব্যবহারকারী:MS Sakib/ছবি আপলোডের পদ্ধতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা উইকিপিডিয়ায় আপনাদের দুজনকেই স্বাগত! ছবি আপলোডের ক্ষেত্রে সবার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে, তা হল ছবির কপিরাইট। আপনি যেই ছবিটি আপলোড করতে চান, তা কি আপনার তোলা? যদি আপনার তোলা কিংবা আপনার তৈরি হয়, তাহলে নিশ্চিন্তে নিচে দেওয়া পদ্ধতিতে আপলোড করতে পারবেন। আর ছবিটি যদি আপনার তোলা/তৈরি না হয় তাহলে তা উইকিপিডিয়ায় আপলোড করলে কপিরাইট লঙ্ঘন হতে পারে। তবে, মৃত ব্যক্তির ক্ষেত্রে যদি কোন কপিরাইট মুক্ত ছবি না থাকে অথবা কোন বই, ম্যাগাজিন, অ্যালবাম ইত্যাদির প্রচ্ছদ; চলচ্চিত্র, ওয়েব সিরিজ, ধারাবাহিক ইত্যাদির পোস্টার এবং কোন প্রতিষ্ঠান, সংস্থা, পন্য ইত্যাদির লোগো আপনার তোলা না হলেও আপলোড দিতে পারবেন। এক্ষেত্রে প্রথম ও প্রধান শর্ত হলো যেই ছবি আপলোড দিবেন, সেটা সম্পর্কিত নিবন্ধ যেন আগেই তৈরি থাকে৷

এবার আপলোড পদ্ধতি:

  1. আপনি যে ছবিটি আপলোড করতে চলেছেন তা উন্মুক্ত বা নিজের তোলা হলে দয়া করে উইকিমিডিয়া কমন্সে উইকিপিডিয়ার নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ছবিটিকে সেখানে আপলোড করুন
  2. উপরে বলা শর্তের মধ্যে পড়ে এমন কোন অ-মুক্ত ছবি বাংলা উইকিপিডিয়ায় আপলোড দিতে হলে উইকিপিডিয়া:আপলোড পাতায় যান। সেখানে বিভিন্ন লিংক আছে (যেমন, পোস্টার, স্ক্রিনশট, লোগো)। আপনার ছবিটি যে ধরনের, আপনি সেই লিংকে প্রবেশ করে নিচে থাকা ফরমটি পুরন করে ছবি আপলোড করবেন।
  3. উপরিউক্ত পদ্ধতিতে নির্দিষ্ট লিংকে গিয়ে আপলোড করায় কোন সমস্যা হলে উইকিপিডিয়া:আপলোড পাতার একদম নিচে থাকা "আপলোড ফরমে চলে আসুন।" এর নীল আপলোড ফরমে নীল লিংকে ঢুকে নিচে থাকা ফরমটি পুরন করে ছবি আপলোড করবেন।

উপরিউক্ত ধাপগুলো বুঝতে না পারলে এই দুইটি ভিডিও ([১], [২]) থেকে সাহায্য নিতে পারেন। ধন্যবাদ।