ব্যবহারকারী:Md. Nafiz53

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সাঁওতালি বাহা উৎসব[সম্পাদনা]

যমুনার পশ্চিমে উত্তরের প্রাচীন জনপদ রাজশাহী। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস ও প্রাচীন প্রতœতাত্তিক নিদর্শনে সমৃদ্ধ এই সমতট।

বরেন্দ্র অঞ্চল নামে খ্যাত এই অঞ্চলে রয়েছে বিভিন্ন নৃ-গোষ্ঠী তথা আদিবাসীর বসবাস। সাঁওতাল  এদের মধ্যে অন্যতম। এই আদিবাসীদের উৎসব নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য অনুষ্ঠান ‘সাঁওতালী বাহা উৎসব’।[১]


চরম দারিদ্র ক্লিষ্ট ও দূর্ভাগ্যতাড়িত হলেও সাঁওতাল সমাজে  উৎসব আর আনন্দ অনুষ্ঠান যেন নিত্যসঙ্গি। বাহা উৎসব সাঁওতালদের অন্যতম প্রধান উৎসব। বাহা অর্থ ফুল। অর্থাৎ ফুল উৎসব। মূলত, নববর্ষ হিসেবে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হলেও বাঙ্গালীদের ১লা বৈশাখের সাথে মিল রেখেও এই উৎসব করে সাঁওতালরা। মন্ডপ তৈরী থেকে শুরু  করে সাঁওতাল নারীদের বাহারী রঙিন সাজ, পুজা, নৃত্য উৎসব, তীর ধনুকের মহরতসহ উৎসবের আদ্যোপান্ত তুলে ধরা ধরা হয়েছে এই প্রামাণ্য অনুষ্ঠানে।  

  1. Nafiz, Md। "Md nafiz in Rajshahi"proconnecthub (bangla ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৮