বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী:Mohammad Erfan Ullah/ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির লোগো
ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি (World Amity Library)

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি (World Amity Library), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে অবস্থিত একটি গ্রামীণ বেসরকারি গণগ্রন্থাগার। ২০০৩ সালে মুহাম্মদ এরফান উল্লাহর প্রস্তাবে ও নেতৃত্বে ঠাকুরতলার ডেইল পাড়ায় সলিম উল্লাহ, সন্তোষ কুমার দত্ত, মোহাম্মদ ফখর উদ্দীন, তৌহিদুল আলম পারভেজ, মুহাম্মদ শাহজাহান, নুরুল আলম, শিহাব উদ্দিন, ইমরান উল্লাহ ও আব্দুর রহিম প্রমুখের সমন্বয়ে ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরি (World Amity Library) নামে একটি বেসরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। বিগত ১০/১০/২০২১ইং তারিখে জেলা সরকারি গণগ্রন্থাগার,কক্সবাজারের অধীনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তরে এটি বেসরকারি গ্রন্থাগার হিসাবে তালিকাভুক্তি হয়, যার নম্বর: কক্স/০৭/২০২১, তারিখ:১০/১০/২০২১খ্রি.। এ গণগ্রন্থাগারে প্রায় সহস্রাধিক বই, সাময়িকী, পত্রিকা ইত্যাদি রয়েছে। এখানে একজন গ্রন্থাগারিক নিয়মিত দায়িত্ব পালন করে থাকেন। এটি সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, বিশেষত বাদে আছর হতে রাত ১০:০০ (বিকাল ০৪:০০-১০:০০টা) পযর্ন্ত এটি খোলা থাকে। এই গ্রন্থাগারের গঠনতন্ত্রে এটিকে সবার জন্য উন্মুক্ত রেখে বিধান রাখা হয়েছে যে, যে কোন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র এবং শ্রেণীর ব্যক্তির জন্য এই গণগ্রন্থাগার উন্মুক্ত থাকিবে এবং জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, জন্মস্থান বা শ্রেণীর কারণে কাহারও প্রতি কোন বৈষম্য করা যাইবে না। বর্তমানে এটি অত্র এলাকার একমাত্র গণগ্রন্থাগার হিসাবে গ্রন্থাগার আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। অত্র গণগন্থাগারের সভাপতি জনাব মুহাম্মদ এরফান উল্লাহ ও সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম, দুজনই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।