ব্যবহারকারী আলাপ:Am.shuvro

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Am.shuvro কর্তৃক ২ বছর পূর্বে "বাধাপ্রদান" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

সেপ্টেম্বর 2021[সম্পাদনা]

তথ্য আইকন প্রিয় ব্যবহারকারী, আমি Meghmollar2017। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আমি এক/একাধিক বাহ্যিক লিঙ্ক বা স্প্যাম হিসেবে বিবেচিত হতে পারে এমন লেখা সরিয়েছি যা আপনি যোগ করেছিলেন, কারণ এটি একটি বিশ্বকোষের জন্য অনুপযুক্ত। আপনি যদি মনে করেন আমি ভুল করেছি, অথবা আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনি আমার আলাপ পাতায় একটি বার্তা রাখতে পারেন, অথবা লিঙ্ক সম্পর্কে আমাদের নির্দেশিকাগুলি একনজর দেখতে পারেন। আপনাকে ধন্যবাদ। — Meghmollar2017আলাপ১৬:০২, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বাধাপ্রদান[সম্পাদনা]

আপনাকে অসীম মেয়াদে বাধা দেওয়া হলো। আপনাকে সতর্কবার্তা দেওয়ার পরও বাংলা উইকিপিডিয়ার নিবন্ধে স্প্যামিং/বিজ্ঞাপন অব্যাহত রেখেছেন। যেমনটা, আপনি মূল একাউন্ট থেকে ৭ বার ও আইপি থেকে বিশেষ:অবদান/37.111.231.87 ৬ বার স্প্যামিং করেছেন। — রিয়াজ (আলাপ) ১৭:১৩, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন


থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অনির্দিষ্টকালের জন্য বাধাদান করা হয়েছে কারণ আপনি উইকিপিডিয়াকে প্রচারযন্ত্র বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করছেন। আপনার অবদান দেখে, এটিই আপনার একমাত্র উদ্দেশ্য বলে মনে হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। রিয়াজ (আলাপ) ১৭:১৩, ৬ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আসসালামু আলাইকুম স্যার (আল-রিয়াজ উদ্দিন রিপন)
আপনাকে অসংখ্য ধন্যবাদ উইকিপিডিয়াতে নিরলসভাবে অবদান রাখার জন্য। আপনাকে আরো ধন্যবাদ জানাই স্প্যাম বিরোধী কাজে বাধা সৃষ্টি করার জন্য । আমি উইকিপিডিয়াতে নতুন এবং নতুন পেজ বা কোনো কিছু সম্পাদনা সম্পর্কে জ্ঞান খুবই সীমিত । আমি সম্প্রতি কিছু পেজে তথ্যসুত্র সম্পাদনা করেছি । যা আপনি স্প্যামিং হিসেবে চিহ্নিত করেছেন এবং আমার প্রোফাইলটিকে বাধা দান করেছেন । আমি অত্যান্ত দুঃখিত এ বিষয়টির জন্য । আমি দুঃখিত বিষয়টি স্প্যামিং হিসেবে বিবেচিত হওয়ার জন্য । আমার সম্পাদনা করা তথ্যসুত্র বাস্তবিক তথ্যবহুল এবং বিশ্লেষনাত্বক । আমি মনে করছি আমার সম্পদনা করা বিষয়াবলী সত্য এবং স্প্যামিং না । আশা করছি আপনি আমার বিষয়টি বিবেচনা করবেন ।
আপনার নিরলস অবদানের জন্যই আজ বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ । একজন অভিজ্ঞ লোক হওয়ার কারনেই আপনি সফলভাবে এতদুর এগিয়ে আসতে পেরেছেন এবং আগামিতেও আরো বহুদুর এগোবেন ইনশাআল্লাহ ।
ভুল-ত্রুটি মার্জনীয় -- Am.shuvro (আলাপ) ০৭:৩০, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
সুধী, উইকিপিডিয়া কোনো বিজ্ঞাপন বা প্রচারণার মাধ্যম নয়। আপনি যেই সাইটের লিংকযুক্ত করেছেন সেটি আপনার নিজস্ব সাইট৷ এছাড়াও, উইকিপিডিয়ায় নিজের সাইট বা অনির্ভরযোগ্য সাইটকে তথ্যসূত্র হিসেবে গণ্য করা হয়না। আপনাকে বারবার সতর্ক করার পরও আপনি তা অব্যাহত রেখেছেন, যেটি পুরোপুরি বিজ্ঞাপন ও স্প্যামিংয়ের পর্যায়ে পড়ে। তাই আপনাকে বাধা প্রদান করা হয়েছে। পড়ুন WP:উইকিপিডিয়া কী নয়রিয়াজ (আলাপ) ০৭:৪৩, ৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে ধন্যবাদ স্যার আমার জবাব দেওয়ার জন্য । আমি অত্যন্ত দুঃখিত অসর্কতা অবলম্বন করার জন্য । আমি উইকিপিডিয়াতে নোটিফিকেশন নিয়ে ওয়াকিবহাল ছিলাম না । তাই সতর্ক করে দেওয়ার বিষয়টি আমি বুঝতে পারিনি । যখন বিষয়টি আমার বোধগম্য হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছে । ভবিষ্যতে কখনো এই ভুল হবে না বলে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি ।
স্যার, উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য কি কি জানা আবশ্যক বিষয়ক লিংক আমায় দিলে খুবই উপকৃত হতাম । আর সাথে বাধা তুলে নেওয়ার জন্য অনুরোধ করছি । আমার জানার আগেই ভুল হয়েছে । এটাকে অপরাধ হিসেবে না নিতে আপনার সদয় মর্জি কামনা করছি । আমি জেনে বুঝে ভুল করিনি । যা করেছি সবই আমার স্বল্প ধারণা এবং অনভিজ্ঞতার কারনেই । ধন্যবাদ স্যার । -- Am.shuvro (আলাপ) ০১:২৮, ৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে বাধামুক্ত করা হলো। প্রথমেই উপরের স্বাগত বার্তাটি ভালোভাবে পড়ে নিন। লক্ষ্য রাখুন, উইকিপিডিয়া কোনো প্রচারমাধ্যম নয় এখানে অনির্ভরযোগ্য উৎস তথা নিজের লেখা ওয়েবসাইটকে সূত্র হিসেবে ব্যবহার করতে পারবেন না। আপনি অবদান রাখতে চাইলে ও অনুবাদে দক্ষ হলে ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদ করে বাংলায় যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, মরক্কো নামের নিবন্ধের অর্থনীতি, জনসংখ্যা, সংস্কৃতি অনুচ্ছেদগুলো বাংলায় নেই আপনি ইংরেজি উইকিপিডিয়ার Morocco পাতা থেকে অনুবাদ করে বাংলায় যোগ করুন। অনুচ্ছেদগুলো অনুবাদ করে আমার আলাপ পাতায় জানান। — রিয়াজ (আলাপ) ০৫:২২, ৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ স্যার, আমি উইকিপিডিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিই । তারপর নিজের অবদান রাখার চেষ্টা করব । -- Am.shuvro (আলাপ) ১৪:৩৫, ৮ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন