বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Dif0341

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MdsShakil কর্তৃক ৪ মাস আগে "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম[সম্পাদনা]

ড্রিমস ফ্রম মাই ফাদার নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]

সুপ্রিয় Dif0341, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ২ এপ্রিল, ২০২৩ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ২৫ দিন পূর্বে ড্রিমস ফ্রম মাই ফাদার নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত ব্যখ্যা রয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একটি সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাটি হলো:

  1. নিবন্ধটি একটি অসম্পূর্ণ নিবন্ধ

আপনি যা করতে পারেন:

  1. উক্ত নিবন্ধে সম্পাদনা করার মাধ্যমে সমস্যাটির সমাধান করুন

এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ১২:২২, ২৭ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাইয়া। মোঃ মারুফ হাসান আমি আসলে এখনো শিখছি। ভুল হলে ক্ষমা করবেন। আমি আরো বিস্তারিত শিখতে চাই। আপনার সাথে নিয়মিত যোগাযোগের জন্য কোনো নাম্বার পাওয়া যাবে। ♥ Dif0341 (আলাপ) ২০:২১, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
য়াচ্ছা ভাইয়া ড্রিমস ফ্রম মাই ফাদার নিয়ে খুব বেশি নিউজ লিংক পাই নি বাংলা। আচ্ছা এখন আমি যদি কোনো ব্যাপারে বেশ ভালো জানি কিন্তু নিউজ লিঙ্ক না পাই যথেষ্ঠ সে ক্ষেত্রে কি উইকি তৈরি করা যাবে। Dif0341 (আলাপ) ২০:৩২, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
En:Dreams from My Father থেকে তথ্য নিয়ে (অনুবাদ করে) আপনি ড্রিমস ফ্রম মাই ফাদার নিবন্ধটি সম্প্রসারণ করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ২১:০৯, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Dif0341 আপনি চাইলে যেকোনো সাহায্যের জন্য আমাকে আমার আলাপ পাতাতেই বার্তা দিতে পারেন। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০১:৪৮, ২৯ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

চিত্র[সম্পাদনা]

অনুগ্রহপূর্বক ইন্টারনেট থেকে নিয়ে ছবি আপলোড করবেন না। কেবল নিজের তোলা ছবি হলে আপলোড করুন :) আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৫, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভাইয়া ধন্যবাদ। তবে ভাইয়া আমি নিযে ছবিটি তুলেছি পুর্নিমা আপুর। কিন্তু উনি ইন্টারনেটে আপলোড দিয়েছে সেটা বুঝতে পারি নি। আমি এরপর থেকে সঠিক ভাবে আপলোড করবো। এবং যে ছবিটি উইকিতে দেবো সেটা ইন্টারিনেটে না দিতে বলবো। Dif0341 (আলাপ) ২০:২৯, ২৮ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। (আলাপ) ১১:৫০, ১৫ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ[সম্পাদনা]

সুপ্রিয় Dif0341,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন